06-04-2022, 12:28 PM
(06-04-2022, 12:22 PM)Sanjay Sen Wrote: তোমার কথার সঙ্গে কিছুটা হলেও একমত আমি। তবে গল্পের মান ভালো না খারাপ এটার বিচার করবে কে? মুষ্টিমেয় কিছু লোকজন?
যাইহোক, আজ আমার মন ভালো নেই, তাই আপডেট দেব না। আর তোমাকে কাছের বন্ধু মনে করি তাই তোমার থ্রেডে পোস্টটা করেছিলাম, কিছু মনে করো না।
ধুর পাগল এতে মনে করার কি আছে!! তোমার যেটা মনে হয়েছে সেটা তুমি করেছো, ১০০ বার করবে।
কিন্তু ওই যে মুষ্ঠিমেয় লোকের কথা বললে না! ওরাই তো বিচার করবে .. কারণ বিচার করার জন্যই তো ওদের ওইখানে বসিয়েছি আমরা .. আমাদের পছন্দ না হলে আমরা শুধু প্রতিবাদ করতে পারি, এর বেশি কিছু নয়। তবে মন ভালো হলে, আপডেট কিন্তু অবশ্যই চাই বস।