06-04-2022, 12:22 PM
(06-04-2022, 12:13 PM)Bumba_1 Wrote: আমি সর্বদা সবার ক্ষেত্রে নিরপেক্ষ ভাবে থাকার চেষ্টা করি বা কথা বলার চেষ্টা করি। গল্পটা যদি তোমার নিজের লেখা হতো তাহলে আমি অনেক কিছুই বলতে পারতাম। কিন্তু গল্পটা যেহেতু অন্য একজনের লেখা - তাই শুধু এটুকুই বলবো মালা দিও না খুলে, সায়া দিও না ছিঁড়ে .. হয়তো লেখক নামটা মজা করেই দিয়েছেন, কিন্তু এই নামটাই গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়তঃ গল্পে সেই অর্থে কোনো ঘটনাবিন্যাস নেই, প্রথম থেকেই যৌনদৃশ্যের অবতারণা। সেই অর্থে এই কাহিনী এক্সট্রিম & হার্ডকোর ফোরামে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়।
তবে আমার কথার পরিপ্রেক্ষিতে তুমি বলতেই পারো এইরকম গল্পের মতো এই ফোরামে অনেক গল্প আছে, যেখানে না আছে উপযুক্ত কাহিনী বিন্যাস, না আছে লেখার মান .. আছে শুধু ভরপুর যৌনতা। সেই সব গল্প নিয়ে আমরা কেনো এত মাতামাতি করি! এর উত্তরে বলতে পারি গল্পটা পোস্ট যখন তুমি করছো সম্পূর্ণ তোমার ক্রেডিট, কিন্তু আসলে তো গল্পটা অন্যের, তাই এটা নিয়ে মনে দুঃখ পেও না। একজন বন্ধু হিসেবে অনুরোধ করবো তোমার কাজ তুমি করে যাও .. বাকি আপডেটগুলো দিয়ে গল্পটি শেষ করো, প্লিজ।
তবে হ্যাঁ একথা অবশ্যই বলতে হবে .. যার অঙ্গুলিহেলনেই কাজটা হয়ে থাকুক না কেনো, মডারেটরের পক্ষ থেকে তোমাকে অন্তত একবার PM করে সিদ্ধান্ত নেয়া উচিৎ ছিলো তাদের।
তোমার কথার সঙ্গে কিছুটা হলেও একমত আমি। তবে গল্পের মান ভালো না খারাপ এটার বিচার করবে কে? মুষ্টিমেয় কিছু লোকজন?
যাইহোক, আজ আমার মন ভালো নেই, তাই আপডেট দেব না। আর তোমাকে কাছের বন্ধু মনে করি তাই তোমার থ্রেডে পোস্টটা করেছিলাম, কিছু মনে করো না।