05-04-2022, 10:44 PM
(This post was last modified: 06-04-2022, 11:13 AM by Bumba_1. Edited 2 times in total. Edited 2 times in total.)
(05-04-2022, 10:32 PM)Bichitro Wrote: একটা জায়গায় গেছিলাম, সেখান থেকে এসে পড়ে কমেন্ট করছি । তাই দেরি হয়ে গেল ।
আগের আপডেটে একটা চেনা তেতো গন্ধ পেয়েছিলাম। যেটা এখন তীব্র হয়ে উঠেছে । তবে তার সাথে একটা মিষ্টি গন্ধ পেলাম এই আপডেটে । পরকীয়ার গন্ধ মিষ্টিই লাগে .... এবার দেখার তেতো কটু ঝাঁঝালো গন্ধ কতোটা তীব্র হয়ে ওঠে !
পোস্টার , নামকরন আর খাদ্য খাবার নিয়ে নিয়ে সঞ্জয় দা খুব ভালো বলেছেন
❤️❤️❤️
যাক, গত পর্ব থেকে তুমি এখনো গন্ধবিচার করে যাচ্ছ তাই তোমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে কয়েক লাইন ..
শিশিরভেজা প্রভাতে খুঁজি বৃষ্টিদিনের গন্ধ
নদীর অবাধ্য তরঙ্গে খুঁজি দামাল কৈশোরের লুটোপুটির গন্ধ,
বর্ষাবিন্দুর অগাধ বিচরণে ঘর্মাক্ত শরীরের ঘ্রাণ খুঁজে বেড়াই
মেঘরাশির অবিরাম আনাগোনায় ভরাশ্রাবণের আগমনের ঘ্রাণ পাই।