05-04-2022, 10:19 PM
(05-04-2022, 10:12 PM)Baban Wrote: বাবা বড্ডো রিচ... আমার পক্ষে খাওয়া সম্ভব নয় -
তা খুকুমনি... ভালোবেসে ওই মেয়েমানুষটার হাতের রান্নাটুকু একদিন খেলেই কি সঙ্গে সঙ্গে তোমার পেট ফুলে ভুঁড়ি হয়ে যেত? মানে এই ঢং গুলো অসহ্য লাগে আমার তা ছেলে হোক বা মেয়ে। একজন কতটা কষ্ট করে ভালোবেসে রান্না করেছে সেটা দেখলোনা.... আমি আন্দাজ আগের পর্বেই করেছিলাম আজ তো তুমিই লিখে দিলে... আরও কিছু আন্দাজ করছি... ভয়ানক কিছু.... সেটাও তুমিই প্রকাশ কোরো... আমি করবোনা।
অনেকেই ওই রগরগে মিলন দৃশ্য উপভোগ করলেও আমি একটা ঝড় দেখতে পাচ্ছি... সেই ঝড়ে দাঁড়িয়ে একটা বাচ্চা আর তার মা....!! জানিনা ওই ঝড় থেকে কিকরে বাঁচবে!
আর শেষে বলি - এই যে এতো জ্ঞানের কথা ঝাড়লাম...ওই অনিরুদ্ধর জায়গায় আমি থাকলেও এসব মহাজ্ঞানের চিন্তা মাথাতেও আসতোনা... ওই বিশেষ মুহূর্তে... তখন শুধুই বেলুন নিয়ে খেলা
আসলে আমরা (সবাই নয়, বৈশালীর মতো কারোর কারোর কথা বলছি) যখন কাউকে প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরে নিই, তখন তার ভালো কাজকে ছোট করতে বিন্দুমাত্র অনুশোচনা হয় না আমাদের। আর এক্ষেত্রে যখন একতরফা প্রতিদ্বন্দ্বীতা একজন রক্তমাংসের মানুষকে নিয়ে তখন তার সামনে অপর ব্যক্তিকে ছোট করার এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চায়নি সে।