05-04-2022, 09:52 PM
(This post was last modified: 05-04-2022, 09:52 PM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(05-04-2022, 09:36 PM)Sanjay Sen Wrote: আপডেট নিয়ে বিশ্লেষণ করার অনেক মানুষ আছেন, তারাই করবেন। ওই নিয়ে আমার নিয়ে নতুন করে কিছু বলার নেই, বরাবরের মতই অনবদ্য। বলার আছে প্রতিটি পর্বের নামকরণ এবং প্রচ্ছদ নিয়ে। এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। যদি কোনদিনও গল্প বা উপন্যাস লেখার কথা ভাবি, তুমি আমার প্রত্যেকটা পর্বের নামকরণ করে দেবে, ঠিক আছে? আর একটা কথা - তুমি যে একজন খাদ্য রসিক, সেটা পর্বগুলোতে বিভিন্ন সময় বিভিন্ন রকমের খাবারের বিবরণ পড়লেই বোঝা যায়। পড়তে পড়তে আমারও খিদে পেয়ে যায় মাঝে মাঝে।
soooo sweet of you হ্যাঁ আমি তো খাদ্যরসিক বটেই। ঠিক আছে যদি কোনোদিন গল্প লেখো আর পর্বের নামকরণের দরকার হয় .. তাহলে আমাকে বলো, আমি লিখে দেবো।