04-04-2022, 07:52 PM
(This post was last modified: 04-04-2022, 07:55 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
(04-04-2022, 07:35 PM)sairaali111 Wrote:সেইইই যে আদিবাসী মানুষটিকে তিন ঘন্টা ধরে হাজার বোঝানোর পরেও তাঁর একটিই কথা ছিল - '' সবই তো বুঝলম রে - কিন্তু তু আমার মুরগীটো মারলি কেনে বল্ ....'' - আমারও সেই একই কথা । অন্যের সুখ নষ্টকারী ( সাথে নিজে অদ্ভুত সুখানন্দ অনুভবী )- ই তো ''স্যাডিস্ট'' - নাকি ? - তো , এবার কী ঘটবে ? পড়িয়েরা চাতক-তেষ্টা নিয়ে তাকিয়ে থাকবে কখন আসে ভগ্নাংশ-আপডেট ...... তাদের যাবতীয় সুখ নষ্ট - বিপরীত-বিহারী - '' নষ্ট সুখ '' ! - এটিই বক্তব্য । ছোট্ট সহজ সরল ... ''মুরগীটো...'' । সালাম ।
আমি শুধু এইটুকুই বলবো - মুই তোর মুরগিটো না মারলি পেটে আগুন জ্বলতো রে বুড়ো..... ইটাক ছাড়া উপায় ছিলোনি।
কারো সর্বনাশ কারোর সুখ ডেকে এনে... এটা যত ঘৃণ্য ততই কারোর কাছে সুখের। চাতক আরও কিছু সময় বৃষ্টির অপেক্ষায় থাকুক.... আনবো শীঘ্রই শব্দের আর বাক্যর বৃষ্টি.. তাতে ভিজেও সুখ। নস্ট সুখ!