04-04-2022, 07:46 PM
পর্ব-দুই
বিল্ডিং এর সামনে পৌছে সিড়ি ধরে উঠতে থাকে নিলয়। ছাদে পৌঁছে ঘরের সামনে গিয়ে থমকে দাঁড়ায়। দড়জায় তালাটা এখনো ঝুলছে। এর মানে ও এখনো আসে নি। মোবাইলের ঘড়িতে সময়টা আরেকবার দেখে নিলো।
না এতক্ষণে তো চলে আসার কথা। আজ তো শনিবার, বিকেলের টিউশন শেষে তো এ টাইমে বাড়িতে থাকার কথা ওর। দেরি করছে কেন?? একটা ফোন করবো?? ফোন করলে যদি আবার রেগে যায়।
মেয়ের সাথে স্যারের বড্ড অমিল এখানেই। স্যার ছিল ঠান্ডা শান্ত আর মিষ্ট স্বভাবের। কোনদিন রাগতে দেখিনি৷ কিন্তু এমন বাবার এমন মেয়ে হয় কি করে। তথা গত দুবছর ধরে ওর এখানেই আছে। বছর দুয়েক আগে স্যার যখন স্ট্রোক করে মারা গেলেন তার পর থেকেই। স্যারের ইচ্ছে ছিল মেয়েকে ডাক্তারি পড়ানোর। যাবার আগে শেষ ইচ্ছে দায়িত্ব নিলয়ের কাঁধেই বর্তালো। নিলয় যেবার ক্লাস নাইনে তখনি পরপর কয়েক মাসের মাঝেই বাবা-মা দুজনেই পরপারের পাড়ি দিলো। সে তখন অনাথ, সামনের সবকিছু অন্ধকার। সেই সময় স্যার এর আলোর দিশারী হয়ে এসেছিল। ওর ভরনপোষণ, কলেজের খরচ যাবতীয় সব স্যার তার অল্প আয়ের মাঝেই ম্যানেজ করে গেছেন। কলেজ পাশ করে কলেজে ভর্তি সব স্যারের হাতে। কলেজ উঠে টিউশনি শুরু করলো স্যারের কষ্ট একটু লাঘব করার জন্য। শিক্ষক বরাবরই মহান। কিন্তু এই শিক্ষকতার কদর কম এদেশে। সম্মানীর নামের বেতন টুকু দিয়ে কীভাবে সংসার চালায় সেটা নিজের চোখ দিয়ে দেখা নিলয়ের। শিক্ষকরা জাতির ভবিষ্যৎ গড়েন কিন্তু তাদের ভবিষ্যৎ কি সেটাই দেশের সিস্টেমে আজও অবহেলার আরেক উদাহরন।
যাক সে কথা। স্যারের মৃত্যুর সময় ও তখন সদ্য দশম শ্রেণির ছাত্রী। স্যারের কথা মত নিলয় ওকে ওর কাছে নিয়ে আসে। কিন্তু রাখবে কোথায়?? ভেবেছিল আলাদা মেসে তুলে দিবে কিন্তু ওর সল্প আয়ের মাঝে দুটো আলাদা খরচ চালানো খুব কঠিন হয়ে পড়বে। বাধ্য হয়েই ছাদের দুটো ছোট্ট রুমের ঠিকানায় ঠায় হয় তথার। সেও অনেক কান্ড কীর্তির পর। পৃথিবী এখন অনেক এগিয়ে গেছে। তৃতীয় বিশ্বে লিভ ইন এখন বৈধ্য বিষয়। পাশের দেশ ভারতের শহর গুলোতে এখন এটা নরমাল বিষয়৷ কিন্তু এদেশে এটা ট্যাবু৷ ভীষন নোংরা ভাবেই দেখা হয়। সামাজিক অবনতির কারণ ভাবা হয়। তারপরও কলেজে উঠার পর একবার তথাকে হোস্টেলে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু ওর রগচটা স্বভাবের কারণে বেশিদিন মিলেমিশে থাকতে পারে নাই। তাই সেবার বাধ্য হয়েই নিলয়ের ওখানে ওর পাকাপোক্ত ব্যবস্থা করতে হয়। বিল্ডিং ও গুঞ্জন শুরু। চলতি পথে কিংবা মোড়ের দোকানে নানান কটু কথা শোনেতে হয়। নিজে এসব গায়ে মাখতো না ও। কিন্তু তথার এসব কথা সহ্য করতে হয় এটা ভেবে গা শিউরে উঠে ওর। তখন ও সিদ্ধান্ত নেয়ে তথাকে একটা সম্মানের সম্পর্ক দেবার। তবে সেটাও ওদের দুজনের একটা ডিলের মাধ্যমে। নিলয় বা তথা কেউ কখনো একে অন্যের উপর অধিকার আদায়ের চেষ্টা করবে না আর মেডিকেলে চান্স পাবার পর ওরা আলাদা হয়ে যাবে এবং ওদের বিয়ের কথাটা যেন কোনভাবেই তথার কলেজে বা ফ্রেন্ডদের কাছে প্রকাশ না পায়। দুজনের সম্মতিতে নাম মাত্র বিয়ে করে নেয় ওরা।
সিড়িতে পায়ের শব্দ, কেউ উপরে আসছে। এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করে নিলয়। সিড়ির অন্ধকার টা কেটে যেতেই মুখটা নজরে পড়ে নিলয়ে, সাথে সাথে একটা দীর্ঘশ্বাস তবে সেটা নিশ্চিন্ত হবার...
বিল্ডিং এর সামনে পৌছে সিড়ি ধরে উঠতে থাকে নিলয়। ছাদে পৌঁছে ঘরের সামনে গিয়ে থমকে দাঁড়ায়। দড়জায় তালাটা এখনো ঝুলছে। এর মানে ও এখনো আসে নি। মোবাইলের ঘড়িতে সময়টা আরেকবার দেখে নিলো।
না এতক্ষণে তো চলে আসার কথা। আজ তো শনিবার, বিকেলের টিউশন শেষে তো এ টাইমে বাড়িতে থাকার কথা ওর। দেরি করছে কেন?? একটা ফোন করবো?? ফোন করলে যদি আবার রেগে যায়।
মেয়ের সাথে স্যারের বড্ড অমিল এখানেই। স্যার ছিল ঠান্ডা শান্ত আর মিষ্ট স্বভাবের। কোনদিন রাগতে দেখিনি৷ কিন্তু এমন বাবার এমন মেয়ে হয় কি করে। তথা গত দুবছর ধরে ওর এখানেই আছে। বছর দুয়েক আগে স্যার যখন স্ট্রোক করে মারা গেলেন তার পর থেকেই। স্যারের ইচ্ছে ছিল মেয়েকে ডাক্তারি পড়ানোর। যাবার আগে শেষ ইচ্ছে দায়িত্ব নিলয়ের কাঁধেই বর্তালো। নিলয় যেবার ক্লাস নাইনে তখনি পরপর কয়েক মাসের মাঝেই বাবা-মা দুজনেই পরপারের পাড়ি দিলো। সে তখন অনাথ, সামনের সবকিছু অন্ধকার। সেই সময় স্যার এর আলোর দিশারী হয়ে এসেছিল। ওর ভরনপোষণ, কলেজের খরচ যাবতীয় সব স্যার তার অল্প আয়ের মাঝেই ম্যানেজ করে গেছেন। কলেজ পাশ করে কলেজে ভর্তি সব স্যারের হাতে। কলেজ উঠে টিউশনি শুরু করলো স্যারের কষ্ট একটু লাঘব করার জন্য। শিক্ষক বরাবরই মহান। কিন্তু এই শিক্ষকতার কদর কম এদেশে। সম্মানীর নামের বেতন টুকু দিয়ে কীভাবে সংসার চালায় সেটা নিজের চোখ দিয়ে দেখা নিলয়ের। শিক্ষকরা জাতির ভবিষ্যৎ গড়েন কিন্তু তাদের ভবিষ্যৎ কি সেটাই দেশের সিস্টেমে আজও অবহেলার আরেক উদাহরন।
যাক সে কথা। স্যারের মৃত্যুর সময় ও তখন সদ্য দশম শ্রেণির ছাত্রী। স্যারের কথা মত নিলয় ওকে ওর কাছে নিয়ে আসে। কিন্তু রাখবে কোথায়?? ভেবেছিল আলাদা মেসে তুলে দিবে কিন্তু ওর সল্প আয়ের মাঝে দুটো আলাদা খরচ চালানো খুব কঠিন হয়ে পড়বে। বাধ্য হয়েই ছাদের দুটো ছোট্ট রুমের ঠিকানায় ঠায় হয় তথার। সেও অনেক কান্ড কীর্তির পর। পৃথিবী এখন অনেক এগিয়ে গেছে। তৃতীয় বিশ্বে লিভ ইন এখন বৈধ্য বিষয়। পাশের দেশ ভারতের শহর গুলোতে এখন এটা নরমাল বিষয়৷ কিন্তু এদেশে এটা ট্যাবু৷ ভীষন নোংরা ভাবেই দেখা হয়। সামাজিক অবনতির কারণ ভাবা হয়। তারপরও কলেজে উঠার পর একবার তথাকে হোস্টেলে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু ওর রগচটা স্বভাবের কারণে বেশিদিন মিলেমিশে থাকতে পারে নাই। তাই সেবার বাধ্য হয়েই নিলয়ের ওখানে ওর পাকাপোক্ত ব্যবস্থা করতে হয়। বিল্ডিং ও গুঞ্জন শুরু। চলতি পথে কিংবা মোড়ের দোকানে নানান কটু কথা শোনেতে হয়। নিজে এসব গায়ে মাখতো না ও। কিন্তু তথার এসব কথা সহ্য করতে হয় এটা ভেবে গা শিউরে উঠে ওর। তখন ও সিদ্ধান্ত নেয়ে তথাকে একটা সম্মানের সম্পর্ক দেবার। তবে সেটাও ওদের দুজনের একটা ডিলের মাধ্যমে। নিলয় বা তথা কেউ কখনো একে অন্যের উপর অধিকার আদায়ের চেষ্টা করবে না আর মেডিকেলে চান্স পাবার পর ওরা আলাদা হয়ে যাবে এবং ওদের বিয়ের কথাটা যেন কোনভাবেই তথার কলেজে বা ফ্রেন্ডদের কাছে প্রকাশ না পায়। দুজনের সম্মতিতে নাম মাত্র বিয়ে করে নেয় ওরা।
সিড়িতে পায়ের শব্দ, কেউ উপরে আসছে। এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করে নিলয়। সিড়ির অন্ধকার টা কেটে যেতেই মুখটা নজরে পড়ে নিলয়ে, সাথে সাথে একটা দীর্ঘশ্বাস তবে সেটা নিশ্চিন্ত হবার...
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।