04-04-2022, 07:35 PM
(04-04-2022, 06:26 PM)Baban Wrote: এইরে... আমাকে ধর্ষকামী বানিয়ে দিলেন ম্যাডাম?
তা সেইদিক দিয়ে বলতে গেলে আমি কেন... প্রায় বেশিরভাগ মানুষের মনেই এই ভাইরাস ঢুকে গেছে.... সমাজের একটা কালো দিক আমরা কিছুতেই উপেক্ষা করতে পারবোনা যা সমাজ থেকে বেরিয়ে আমাদের মগজে ঢুকে গেছে। লেখক আর গোয়ান্দাদের এই কালো দিকটা নিয়ে ভাবতেই হয়। লেখক শুধু ধর্ষকামী কেন? প্রয়োজনে খুনিও হতে পারে, আবার রক্ষাকারী মানব সত্তাও.. আবার কখনো শুধুই দর্শক হয়ে শুধুই সব দেখে যায়। আমাদের কামুক উত্তেজনার লালসা মেটাতেই তো এইসব চরিত্রের সৃষ্টি... অলীক হলেও বাস্তব।
সেইইই যে আদিবাসী মানুষটিকে তিন ঘন্টা ধরে হাজার বোঝানোর পরেও তাঁর একটিই কথা ছিল - '' সবই তো বুঝলম রে - কিন্তু তু আমার মুরগীটো মারলি কেনে বল্ ....'' - আমারও সেই একই কথা । অন্যের সুখ নষ্টকারী ( সাথে নিজে অদ্ভুত সুখানন্দ অনুভবী )- ই তো ''স্যাডিস্ট'' - নাকি ? - তো , এবার কী ঘটবে ? পড়িয়েরা চাতক-তেষ্টা নিয়ে তাকিয়ে থাকবে কখন আসে ভগ্নাংশ-আপডেট ...... তাদের যাবতীয় সুখ নষ্ট - বিপরীত-বিহারী - '' নষ্ট সুখ '' ! - এটিই বক্তব্য । ছোট্ট সহজ সরল ... ''মুরগীটো...'' । সালাম ।