04-04-2022, 06:26 PM
(04-04-2022, 05:27 PM)sairaali111 Wrote:বাবানজী যে এমন একজন '' ধর্ষকামী '' জন এটি কিন্তু জানা ছিল না । এখন জানা গেল । ''স্যাডিস্ট''দের তো এটি-ই 'ধর্ম' । অন্যের 'সুখ' 'নষ্ট' ক'রে অদ্ভুত প্লেজার অনুভব । - মানে , হরেদরে সেটি-ই তো - '' ন ষ্ট সু খ !'' - নয় ? - সালাম ।
এইরে... আমাকে ধর্ষকামী বানিয়ে দিলেন ম্যাডাম?
তা সেইদিক দিয়ে বলতে গেলে আমি কেন... প্রায় বেশিরভাগ মানুষের মনেই এই ভাইরাস ঢুকে গেছে.... সমাজের একটা কালো দিক আমরা কিছুতেই উপেক্ষা করতে পারবোনা যা সমাজ থেকে বেরিয়ে আমাদের মগজে ঢুকে গেছে। লেখক আর গোয়ান্দাদের এই কালো দিকটা নিয়ে ভাবতেই হয়। লেখক শুধু ধর্ষকামী কেন? প্রয়োজনে খুনিও হতে পারে, আবার রক্ষাকারী মানব সত্তাও.. আবার কখনো শুধুই দর্শক হয়ে শুধুই সব দেখে যায়। আমাদের কামুক উত্তেজনার লালসা মেটাতেই তো এইসব চরিত্রের সৃষ্টি... অলীক হলেও বাস্তব।