04-04-2022, 12:45 PM
মুখবন্ধ
সেই অর্থে আমি তেমন লেখক নই, সেই যোগ্যতাও নেই। যতটুকু লিখি নিজের ভাল লাগা থেকেই লিখি। তাই হয়তো প্রতিষ্ঠিত লেখকদের মত প্রাঞ্জলতা বা উত্তম শব্দের ব্যবহার আমার দ্বারা হবে না। কিন্তু চেষ্টা করবো সহজ ভাষায় মনের কথা বলতে।
যে গল্পটা শুরু করছি সেটা অনেক আগের লেখা, তখন মাধ্যমিকে পড়ি।
বহুবছর ডায়রী বন্দী ছিল। হঠাৎ মনে হলো গল্পটা এখানে শেয়ার করি। এতবছর পর সেটা প্রকাশ করতে গিয়ে কিছু জায়গায় লেখার পরিবর্তন আনতে হচ্ছে। তবে প্রেক্ষাপট পুরনোটাই থাকবে। সাধারণ গল্প, সাধারনের গল্প।
সবার আশীর্বাদ কামনা করি।
সেই অর্থে আমি তেমন লেখক নই, সেই যোগ্যতাও নেই। যতটুকু লিখি নিজের ভাল লাগা থেকেই লিখি। তাই হয়তো প্রতিষ্ঠিত লেখকদের মত প্রাঞ্জলতা বা উত্তম শব্দের ব্যবহার আমার দ্বারা হবে না। কিন্তু চেষ্টা করবো সহজ ভাষায় মনের কথা বলতে।
যে গল্পটা শুরু করছি সেটা অনেক আগের লেখা, তখন মাধ্যমিকে পড়ি।
বহুবছর ডায়রী বন্দী ছিল। হঠাৎ মনে হলো গল্পটা এখানে শেয়ার করি। এতবছর পর সেটা প্রকাশ করতে গিয়ে কিছু জায়গায় লেখার পরিবর্তন আনতে হচ্ছে। তবে প্রেক্ষাপট পুরনোটাই থাকবে। সাধারণ গল্প, সাধারনের গল্প।
সবার আশীর্বাদ কামনা করি।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।