03-04-2022, 10:47 PM
গল্প - নষ্ট সুখ
লেখক ও প্রচ্ছদ - বাবান
অনেকদিন কয়েক পর্বের গল্প লেখা হয়নি তাই ভাবলাম এই গল্পটা শুরু করি। এটি মোটেও আমার পূর্বের উপন্যাসের মতো আকারে বৃহৎ হবেনা। কয়েক পর্বে সমাপ্তি টানবো। কিন্তু গল্পটি বেশ অন্যরকম তা বলতে পারি। আমরা মিলন দৃশ্য তো অনেক পড়েছি আর উপভোগও করেছি কিন্ত সেটার পূর্বের রূপ বা মূল সৃষ্টি নিয়ে কটা গল্প পড়েছি? অর্থাৎ মানসিক গোলেমেলে ব্যাপার গুলি? আমার মাথায় একটাই প্রশ্ন সর্বদা ঘুরতো - যৌনতা কি পুরোটাই শারীরিক? এই গল্পে বোধহয় তার উত্তররের আভাস পাওয়া যেতে পারে। সঙ্গে থাকুন।
নতুন গল্প শুরু করেছি বন্ধুরা। লোভে পাপ এর পর এই অন্য মাত্রার এই গল্প। পড়ে জানাবেন সকলে কেমন লাগছে ♥️