02-04-2022, 06:46 PM
(This post was last modified: 02-04-2022, 06:51 PM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(02-04-2022, 06:35 PM)Baban Wrote: ধন্যবাদ এরকম একটা লেখা এখানেও আমাদের মাঝে ছড়িয়ে দেবার জন্য। বেশি কিছুই বলার নেই আর. শুধু এইটুকুই যে - মানুষের ভেতরের বসবাসকারী ভালো আর মন্দ দিকের মধ্যে দুই রূপই বর্তমান থাকুক। ভালোর সাথে মন্দেরও প্রয়োজন। কিন্তু সেই মন্দ থাকুক মনের ভেতরেরই আর ভালোটা ছড়িয়ে পড়ুক বাস্তব রূপে। জানি মুখের কথা এসব.... পুরুষ আর নারীর এই সম্পর্ক (প্রেম ও ভালবাসার বিপরীত রূপের কথা বলছি) ওতো সহজে মেটার নয় কারণ জন্ম থেকেই সমাজ আমাদের ব্রেনে কিছু কথা ইনপুট করে দেয় তা চোখের মাধ্যমে হোক বা কানের মাধ্যমে। এর থেকে মুক্তি সম্ভব না হলেও নিজের প্রতি বিশ্বাস ও মায়া ও স্নেহর পরিমান বাড়ালেই অনেকটা ফল পাওয়া সম্ভব। তার সাথে দুস্টুমিও থাকুক না.....
শেষে বলি থ্রেডের নাম এবারে সঠিক দিয়েছো ♥️
হ্যাঁ, যেহেতু এখানে কবিতা, গল্প, আত্মকথন, প্রতিবেদন .. সবকিছুই আছে/থাকবে .. তখন গল্পগুচ্ছ নামটা বেমানান মনে হচ্ছিল আমার, তাই পাল্টে দিলাম।
আমার অনেক বন্ধু-বান্ধব আছে এই ফোরামে। যারা কমেন্ট করে না কিন্তু পড়ে চলে যায় .. তাদের মধ্যে একজন একটু আগে আমার এই প্রতিবেদনটি দেখে হোয়াটসঅ্যাপে লিখলো "এটা দেওয়ার পরে তোর ওই ইরোটিক উপন্যাসের একটা লাইনও বেরোবে তোর হাত দিয়ে?"
আমি উত্তরে লিখলাম "এই প্রতিবেদনটা তো বাস্তব, কিন্তু গোলকধাঁধায় গোগোল .. ওটা তো কল্পনা।" আর তার সঙ্গে তোমার করা মন্তব্যটা একবার পড়তে বললাম, তাহলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে।