02-04-2022, 04:04 PM
শারমিন এবার আর বোকার মতো দাড়িয়ে থাকলো না। দৌড়ে চলে এল রাস্তার দিকে। তারপর, শান্ত ভংগিতে হেটে হেটে বাড়ী চলে আসে। বাড়িতে ঢুকতে কেমন যেন ভয় ভয় লাগছে। কি বলবে শফিককে, এত রাত হল কেন, একা কেন, তোমাকে কে বলেছে একা আসতে... ইত্যাদি প্রশ্নের উত্তর মনে মনে তৈরী করতে থাকে শারমিন। কিন্তু বাড়ীতে ঢুকে দড়জায় তালা দেখে ভাবে যাক তাহলে শফিক বাড়ী নেই। ওকে মিথ্যে করে বলা যাবে ও আগেই এসেছে। শফিক ওর ঘরে আলো জ্বলতে দেখে অবাক হল। শারমিন কি এসে পরেছে তাহলে। কখন এসেছে কে জানে। শফিক একটু একটু ভয়ে থাকে। যদি জানতে চায় এতক্ষন কোথায় ছিলো... যদি বুঝতে পারে... ভাগ্যিস শারমিনের কাছে ঘরের একটা চাবি ছিল। মনে মনে মিথ্যা উত্তর তৈরী করতে থাকে...
শফিক : কই তুমি এসে পরেছো নাকি?
শারমিন : হ্যা
শফিক : কার সাথে এলে
শারমিন : শরীফ ভাই আছেনা, শরীফ ভাই নতুন অটো কিনেছে, ওনার সাথেই মা পাঠিয়ে দিল।
শফিক : তাই নাকি। যাক খুব ভাল হয়েছে। এখন থেকে তোমাদের বাড়ী যেতে চাইলে ওনাকে খবর দিলেই হবে।
শারমিন : হ্যা আমিও তাই ভাবছি।
শফিক : তোমার জন্য মনটা কেমন করছিল। খাওয়া দাওয়ার ঠিক ছিলনা। এইযে এখন বাজার থেকে খেয়ে এলাম ঠান্ডা ভাত আর পচা তরকারী..
শারমিন : আমারও তোমাকে ছাড়া কেমন যেন অস্থির লাগছিল। তাইতো রাত হলেও চলে এলাম... মনে হচ্চিল আর একদিনও তোমাকে ছাড়া থাকতে পারবো না।
তুমি আমাকে এত ভালবাস! হ্যা খু...উ..ব
XXXX
শফিক : কই তুমি এসে পরেছো নাকি?
শারমিন : হ্যা
শফিক : কার সাথে এলে
শারমিন : শরীফ ভাই আছেনা, শরীফ ভাই নতুন অটো কিনেছে, ওনার সাথেই মা পাঠিয়ে দিল।
শফিক : তাই নাকি। যাক খুব ভাল হয়েছে। এখন থেকে তোমাদের বাড়ী যেতে চাইলে ওনাকে খবর দিলেই হবে।
শারমিন : হ্যা আমিও তাই ভাবছি।
শফিক : তোমার জন্য মনটা কেমন করছিল। খাওয়া দাওয়ার ঠিক ছিলনা। এইযে এখন বাজার থেকে খেয়ে এলাম ঠান্ডা ভাত আর পচা তরকারী..
শারমিন : আমারও তোমাকে ছাড়া কেমন যেন অস্থির লাগছিল। তাইতো রাত হলেও চলে এলাম... মনে হচ্চিল আর একদিনও তোমাকে ছাড়া থাকতে পারবো না।
তুমি আমাকে এত ভালবাস! হ্যা খু...উ..ব
XXXX