01-04-2022, 12:44 PM
অরুর জন্য খারাপ লাগছে। বেচারা অনিরুদ্ধ একদিন বুঝবে, ওর বউ কি জিনিস ছিল। কিন্তু সেদিন হয়তো আর সময় থাকবে না। এই রকম অবহেলা গুলোই একজন নারীর মধ্যে অকল্পনীয় পরিবর্তন এনে দেয়। তবে গল্পটা যেহেতু গোগোলকে নিয়ে, তাই সত্যটা আপনিই ভালো জানেন।
বেশি কিছু বলব না। তা হলে, আপনি আবার স্পয়লার দিয়ে দিতে পারেন। আর এতে অন্য পাঠকদের মনোযোগ নষ্ট হবে। তবে এই লেখাটি, আপনার আগের লেখাগুলোর থেকে ব্যাতিক্রম। আর এটাই চাই।
আপডেটের জন্য লাইক ও রেপুটেশন (+2) দুটোই।
বেশি কিছু বলব না। তা হলে, আপনি আবার স্পয়লার দিয়ে দিতে পারেন। আর এতে অন্য পাঠকদের মনোযোগ নষ্ট হবে। তবে এই লেখাটি, আপনার আগের লেখাগুলোর থেকে ব্যাতিক্রম। আর এটাই চাই।
আপডেটের জন্য লাইক ও রেপুটেশন (+2) দুটোই।