31-03-2022, 10:44 PM
(This post was last modified: 31-03-2022, 10:45 PM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(31-03-2022, 10:32 PM)Baban Wrote: আজকের এই পর্ব পড়তে পড়তে মনে হচ্ছিলো এটা যদি দুই প্রাপ্ত বয়স্ক ও মনস্ক যুগলের প্রেমের কাহিনী হতো তবে মন্দ হতোনা..... যেমন ধরো দুজনেই জীবনে সঙ্গী হারিয়ে বা ধোঁকা পেয়ে আজ একার জগতে বাঁচতে বাঁচতে হটাৎ নতুন ছায়ার সঙ্গ খুঁজে পেলো সে গল্প বেশ ভালোই হতো কিন্তু এক্ষেত্রে যে সেটা হচ্ছেনা.... নিজের সত্যিকে অবজ্ঞা করে এক পুরুষ মেতে উঠছে পরকীয়ায়। আর কেন জানি এই ব্যাপারটা......... না থাক এখন থেকে কিছু বলা উচিত হবেনা। শুধু এই টুকুই বলবো -
অতীতকে পেছনে ফেলে দুপা এগিয়েই চলেছে অনবরত
ওহে পথিক... একবার পেছনে ফিরে তাকাও.... কিছু ছায়া যে ক্রমশ দূরে সরে যাচ্ছে... একেবারে মিলিয়ে যাবার পূর্বে.. একবার ঘুরে তাকাও.... পা দুটো নাহয় থামিওনা।
একদম ঠিক কথা বলেছো .. অনিরুদ্ধ এবং বৈশালীর পারস্পরিক সংলাপগুলো লেখার সময় আমারও মনে হচ্ছিল যদি এই গল্পের নায়ক-নায়িকা এরাই হতো, যদি এদের প্রেমকাহিনী নিয়েই গল্পটি হতো .. তাহলে কি ভালোই না হতে পারতো। কিন্তু আমরা যেটা চাই সব সময় তো সেটা পাই না। জানিনা এদের অদৃষ্টে কি লেখা আছে ..