31-03-2022, 10:40 PM
(31-03-2022, 10:19 PM)ddey333 Wrote: সত্যি আশ্চর্য লাগে , এরকম একটা অরিজিনাল অসাধারণ গল্পের রেটিংও ওই মা ছেলের মাফিয়া দুই ষ্টার এ নামিয়ে দিয়েছে ,
যাকগে ... বেশি কিছু বললে আবার ব্যান করিয়ে দেবে , যারা পড়ার তারা পড়বেই আর লাইক রেপু দিতে থাকবে এই ব্যাপারটা ওরা কি এখনো বুঝতে পারেনি ????
আমি কাউকে কোনো কটু কথা বলতে চাই না। তবে, এটা ঠিক কথাই বলেছো রেটিং দেখে এই ফোরামে কেউ গল্প পড়ে না। গল্পের মান উন্নত হলে পাঠকরা অবশ্যই পড়বে আর লাইক, কমেন্ট এবং রেপু দিয়ে যাবে। এই ফোরামের প্রতি কিছু কন্ট্রিবিউশন আছে বলেই তো আমার নামের নিচে ★★★★★ জ্বলজ্বল করছে। হাজার চেষ্টা করলেও সেটা পরিবর্তন করার সাধ্যি কারোর নেই।
তবে আমার গল্প শুরু হওয়ার আগে থেকেই ★★ রেটিং .. অর্থাৎ কিছু ব্যক্তি লেখকের নামের জায়গায় Bumba_1 এই নামটা দেখেই রেটিং কমাতে শুরু করে দিয়েছে। এগুলো বালখিল্যতা ছাড়া আর কিছুই নয়। আমি লেখক .. শরীর সুস্থ থাকলে ফলের আশা না করে আমি লিখে যাবো .. পাঠকদের পছন্দ হলে পড়বে, না পছন্দ হলে ছুঁড়ে ফেলে দেবে।