30-03-2022, 10:27 PM
২৫. ভাড়া - বাবান
রবিবার - ইয়ে .... ভাড়াটা? আজকে হবে নাকি?
ভাড়াটিয়া - আসলে মানে একটু সমস্যা চলছে তো তাই....... দুদিন পরে হলে ভালো হতো... আসুন না চা খেয়ে যান। ঘরে ঢুকিয়েই দরজা লাগিয়ে দিলেন ভাড়াটিয়া।
বুধ - বলছিলাম ভাড়াটা? আজকে কি হবে?
ভাড়াটিয়া বৌ স্নান সেরে একটু আগেই বেরিয়েছেন। এখনো গায়ের সাথে নাইটি লেপ্টে। বললেন - ওই ইয়ে মানে একটা প্রব্লেম চলছে আমার ওনার তাই টাকা একটু চাপে আছি......আসুন না ঘরে.. একটু গল্প করি... এমনিতেও তো বাড়িতে কেউ নেই.. ছেলে কলেজে আর ও অফিসে.. আসুন না
এতো করে যখন বলছো... চলো
ঘরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিলেন ভাড়াটিয়া বৌ।
কয়েকদিন পরে - আজকেও কি পাবো না দীপ্তি টাকাটা?
ভাড়াটিয়া বৌ দীপ্তি একটু অপ্রস্তুত হয়ে হাতে অর্ধেক টাকা ধরিয়ে দিয়ে বললেন - এখন এটা রাখুন..... পরের মাসে পুরোটা একবারে দেবো...
- আজকে ঘরে আসতে বলবেন দীপ্তি? মুচকি হেসে প্রশ্ন
ভাড়াটিয়া বৌ খুশি ভরা চোখে হাত ধরে টেনে ঘরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিলো। ভেতর থেকে মেয়েলি হাসির আর নানারকম কথাবার্তার আওয়াজ।
কিছুক্ষন পরে ঘর থেকে আবার বেরিয়ে এলেন দুজনে। ভাড়াটিয়া বৌয়ের স্লিভলেস নাইটির ওপর দিয়েই কাঁধে হাত রেখে......................... বয়স্ক মিষ্টি মালকিন বললেন - আজকে আসি দীপ্তি মা.... কাল আবার আসবো গল্প করতে..... টাকা চাওয়া তো বাহানা মা.... একলা সময় আমারও কাটেনা... তাই আমিই চলে আসি তোমার সাথে গল্প করতে।
দীপ্তি হেসে - একশোবার আসবেন মাসিমা...... আমারও সময় কেটে যায়।
সমাপ্ত
আপনারা কি অন্য কিছু ভাবছিলেন নাকি?