28-03-2022, 05:10 PM
(This post was last modified: 28-03-2022, 06:11 PM by Bumba_1. Edited 2 times in total. Edited 2 times in total.)
(28-03-2022, 04:14 PM)sudipto-ray Wrote: একদম প্রফেশনাল উপন্যাসিকের মত লেখা। এই ধরনের গল্প /উপন্যাসে পাঠকদের হস্তক্ষেপ করার জায়গা খুব কম থাকে। যদিও প্রথম আপডেটে তেমন কিছুই বোঝা যায় না, তবুও আমার মনে হচ্ছে লেখাটি কাকওল্ড থিমের হবে। সে যাই হোক, লেখাটি যে চমৎকার হবে, সে আভাসই পাওয়া যাচ্ছে।
আপডেটের জন্য লাইক ও রেপুটেশন দুটোই।
প্রথমেই জানাই অনেক ধন্যবাদ
আজ্ঞে না স্যার .. আমার ধারণা কাকওল্ড অ্যাঙ্গেলের ধারকাছ দিয়ে এই গল্পের একটা পর্বও যাবে না। যদিও এই কথা বলে আমার এই উপন্যাসের spoiler আমি নিজেই দিলাম (সব ক্ষেত্রে এটাই করে থাকি)। তবে একটা কথা দিচ্ছি .. এই গল্পের প্রতিটা পর্ব এমনভাবে প্রাণবন্ত করে তোলার চেষ্টা করবো যে, পাঠকবন্ধুরা প্রত্যেকটি পর্ব পড়ার জন্য অপেক্ষা করে বসে থাকবে।