28-03-2022, 06:23 AM
(17-07-2021, 12:00 PM)ddey333 Wrote: উপন্যাস - এক পশলা বৃষ্টিদাদা আমি এই গল্প গুলো আর কোথা থেকে পড়তে পারবো
লেখকের কথা : এই উপন্যাসের সমস্ত চরিত্র কাল্পনিক।বাস্তবের সঙ্গে কেউ যদি মিলখুঁজে পান তাহলে তা নিতান্তই কাকতালীয়।
উপন্যাসের মুখ্য চরিত্র দীপঙ্কর একজন উচ্চ শিক্ষিত বেকার ছেলে।কিন্তু ৫ ফুট ১০ ইঞ্চি লম্বা , গৌরবর্ণএবংতারএমনইএকটা আউটলুক যে মেয়েরা প্রথম দর্শনেই প্রেমে পড়ে যায়।দীপঙ্কররা চারভাই - শুভঙ্কর,শংকর, তীর্থঙ্কর এবং দীপঙ্কর।বাকী তিন ভাই প্রতিষ্ঠিতএবংবিবাহিত।শুধু দীপঙ্করই ইতিহাসে প্রথম শ্রেনিতেএম.এ.পাশ করে বসে আছে এবং শম্পার সঙ্গে তার শারীরিক ও মানসিক সম্পর্ক আছে । কিন্তু এর মধ্যে শম্পা তার বাবার [ বামনেতা ]দৌলতে কলেজে শিক্ষিকার চাকরি পেয়ে যায়।এরপরই দীপঙ্কর ও তার মধ্যে শুরু হয়ে যায় টানাপোড়েন।দুজনেরই জীবনে আবির্ভাব ঘটে নতুন মানুষের ।তারপর কি হল জানতে চোখ রাখুন এই উপন্যাসে ।