27-03-2022, 01:12 AM
(26-03-2022, 12:26 PM)sudipto-ray Wrote: সোহম দার গল্প মানেই সুপার হিট। আপনার গল্পের ভাষাগুলো সত্যিকার অর্থেই যথেষ্ট উত্তেজনাকর। গল্পটিকে একটু বড় আকারে রুপ দেয়া যায় কিনা, ভেবে দেখবেন। আর পরবর্তীতে " নয়নপুরের সর্বনাশিনী " গল্পটা এগিয়ে নেয়ার চেষ্টা করবেন দাদা। " কলঙ্কিনীর ছেলে " র থেকে " নয়নপুরের সর্বনাশিনী " গল্পের প্লটটা বেশ ছিল। এগুলো আপনার কাছে অনুরোধ, ভেবে দেখবেন দাদা। আপাতত এই গল্পেই মনোনিবেশ করুন। একটা বাস্তবধর্মী গল্প আশা করছি আপনার কাছ থেকে।
FIVE STAR RATING, LIKE and REPUTATION Added.
আপনার মত সুইটহার্ট পাঠকদের উৎসাহই আবার পরের লেখাটা লেখার এনার্জি যোগায় মাইরি বলছি ! এই গল্পটা খুব বড় হবে কিনা জানিনা, তবে মন ভরানোর আপ্রাণ চেষ্টা করব | আপনার বাকি অনুরোধ নিয়ে বলতে পারি, ওগুলো আমারই লেখা আধখেঁচড়া গল্প যখন, শেষ তো আমাকেই করতে হবে | তবে কোনটা কার আগে হবে.... আমি নিজেই জানিনা |
Take my warmest thanks for your encouragement.