27-03-2022, 01:00 AM
(26-03-2022, 10:30 AM)sairaali111 Wrote:সে তো বুঝলেম Amihul007 সাহেব । কিন্তু সব্বাই-ই যদি '' নিত্যানন্দ - যবন হরিদাস ''দের খোঁজেন , তাঁদেরকেই কোল দেন - তাহলে '' জগাই-মাধাই ''রা যায় কোথায় ? - একটু বিবেচনা করবেন জনাবজী । - সুক্রিয়া-সালাম ।
কি যে বলেন ম্যাডাম ! কত যবন হরিদাস মনের মত জগাই মাধাই খুঁজে খুঁজে পাগলপারা সে খবর আমরা আর কতজন রাখি ! রইল বাকি আমার মত দু'চারটে মাটির কলসির কথা....তা সে যেই জল ভরে, তার কাঁখেই চলি মেঠোপথ বেয়ে |