24-03-2022, 05:15 AM
কি হলো ভাই, এত সুন্দর গল্পটা মাঝপথে থামিয়ে দিলে. দারুণ তো লিখছিলে !!! অনুরোধ রইলো নতুন update-এর. এখানে বেশীরভাগ পাঠকই পড়ে কোনোরকম মন্তব্য না করে চলে যায়. জানি, আশানুরূপ কোনো প্রতিক্রিয়া না পেলে খুব খারাপ লাগে আর হতাশা জাগে. তবু অনুরোধ করবো, যারা নিয়মিত মন্তব্য করে থাকে তাদের জন্য নাহয় আবার update দিতে শুরু করো.
গল্পটির প্লট অসাধারণ. কোনো তাড়াহুড়ো ছাড়া ধীরে ধীরে অতীতের গোপন সম্পর্ক থেকে পর্দা উঠছিলো, আর আবার হয়তো লোকচক্ষুর আড়ালে সেই সম্পর্ক আবার সজীব হতো. কিন্তু কি হতো সেটা তুমিই জানো. আমাদেরও জানাও. প্রথমদিনই পাঁচ তারা rating দিয়েছিলাম.