11-04-2022, 05:11 PM
পর্ব ১৪
ঘড়িতে তখন রাত নটা বেজে গেছে। দীপা সেই দিকে তাকিয়ে এক মনে চিন্তা করতে লাগল, তারা কি ভাবে এত রাতে তাদের বাড়িতে ফিরবে। 'এখন এমনতেই রাত দশটার পর রাস্তাঘাট একদম ফাঁকা সুনসান হয়ে যায়।আর এখানকার কাজ শেষ হতে হতে, কম করে ধরলেও দু ঘণ্টা তো লেগে যাবেই। ওই সময় কি করে বাড়ি ফিরব আমরা? রাস্তায় যদি কিছু...', এত সত ভাবতে ভাবতে ব্যাস্ত হয়ে পড়ল দীপা, এমন সময় হঠাৎ একজন প্রহরী এসে তাদের ঘরে এসে জানাল যে, তিস্তা এবার তাদের জন্য অপেক্ষা করছে। সেই শোনামাত্রই দীপা রুদ্রকে তাঁর সঙ্গে নিয়ে সেই ঘর থেকে বেরিয়ে, করিডর দিয়ে গিয়ে আগেরদিনের মতন সেই এক্সক্লুসিভ লিফটে উঠল। তারপর লিফটে ঢুকে ভেতরের প্যানেলে থাকা টপ ফ্লোরের সুইচটা টিপে ধরল সে।
লিফটা যত ওপরে উঠতে লাগল, ততই যেন চিন্তা বেড়ে চলতে লাগল দীপার মনে। অবশেষে লিফটের দরজা খোলার আওয়াজে দীপার সম্বিত ফিরতেই, তিস্তাকে সামনের করিডোরে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল ও। সত্যি কথা বলতে, সেই রাতের ড্রেসটা পরে তিস্তাকে দেখে যার কারুরই কামুক হয়ে যাওয়ার কথা | তার পরনে ছিল একটা স্লিভলেস হলুদ ড্রেস যেটা তার হাঁটুর ওপর অব্দি গিয়ে শেষ হয়েছিল আর তাকে দেখে মনেই হচ্ছিল না যে সে ব্রা পরেছিল আর তাই একটু হাঁটলেই তার স্তনগুলো ওই ড্রেসের মধ্যে উপরনিচ করছিল। দীপা অবশ্য তার ট্র্যাডিশনাল শাড়ি পরেই এসেছিলো আজকে, তবে সে আজকে নিজের চুলে শ্যাম্পু করেছিল যার, ফলে তাকে আরও উজ্জ্বল দেখাচ্ছিল ।
"হাই দীপা!" বলে এগিয়ে এসে দীপার সাথে হ্যান্ডসেক করল তিস্তা। তারপর রুদ্রর দিকে ঘুরতেই হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল সে। প্রায় অপলক দৃষ্টিতে কিছুক্ষণ রুদ্রর দিকে একমনে চেয়ে দাঁড়িয়ে রইল সে। তাকে সেই রূপ দাঁড়িয়ে থাকতে দেখে মনে হল, কি যেন একটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে খুঁজছে সে রুদ্রর বদনে। সেই ভাবে আরও, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবার পর সে হঠাৎ নিজের হাতটা বারিয়ে রুদ্রর হাতটা চেপে ধরে ওপরে তুলে ধরল।
"এইইই তিস্তা!!!" তিস্তাকে সেই রূপ ব্যাবহার করতে দেখে, দীপা পাশ থেকে বলে উঠল আর তাতে, তিস্তা আবার নিজের সম্ভিত ফিরে পেয়ে দীপার দিকে ফিরে তাকাল। সেই দেখে দীপা বলল, "কি...কি করছ ওরকম করে?"
"না কিছু না......জাস্ট চেকিং, ওটা প্রসিডিওর আমাদের", এই বলে আবার রুদ্রর দিকে ঘুরে সে বলল," প্লিজ টেক অফ ইওর ক্লোদস? নিজের পরনের জামা-প্যান্টটা জামা খুলে ফেলো, তোমার প্রাইভেটস চেক না করে তোমায় ছাড়া যাবে না !"
"ওঃ বাবা! আজকেও আমাদের স্ট্রিপ সার্চ করবে? আজকেও কোন ছাড় নেই আমাদের ?" পাশ থেকে দীপা বলে উঠল।
"পাণ্ডে-জি আসলে আপনাদের দু'জনকেই আজকের জন্য ছাড় দিয়েছেন...অবশ্য আপনাকে সার্চ না করলেও চলবে কিন্তু, অনাকে...মানে মিস্টার রুদ্রকে আমায় সার্চ করতেই হবে, বেকজ দিস ইস হিস ফার্স্ট টাইম হিয়ার...আর এটা আমাদের প্রসিডিওর" তিস্তা বলে উঠল।
ওইদিকে রুদ্র যেন এই মুহূর্তের জন্যই এতক্ষণ ধরে অপেক্ষা করছিল, "ওঃ তাই বুঝি, তাহলে তো কোনও কথায় হবে না, তিস্তা।" এই বলে সটান করে নিজের জামা প্যান্ট খুলে ফেললো সে। তারপর নিজের শরীরের অবশিষ্ট জাঙ্গিয়াটাও খুলে নীচে নামিয়ে দিলো সে।
"ওঃ মাই, কি......" তিস্তা ফিসফিস করে বলে উঠল, "মম...কি খাঁড়া হয়ে আছে....ওইটা।" বলেই সেইদিক থেকে নিজের চোখ সরিয়ে নিল তিস্তা।
"হমমম...এছাড়া আর কি আসা করছিল তুমি?" দীপা বলে উঠল। "তুমি আমার থেকে অনেক ছোট তাই তোমাকে আমি তুমিই বলছি | হ্যাঁ যা বলছিলাম, তোমার মতো এরকম সুন্দরি সামনে থাকলে যে কোনও পুরুষেরই খাঁড়া হয়ে যাবে আর আমার রুদ্র তো সেই নিচে বসে তোমার কথা চিন্তা করতে করতে নিজের প্যান্ট তাঁবুর মতন বানিয়ে ফেলেছিল" দীপা বলে উঠলো ।
"ওহ তাই বুঝি? তবে আমাদের সূত্রগুলি আমাদের জানিয়েছে যে ওনারর জীবন, শুধুমাত্র একটি মহিলাই আছেন যিনি ওনাকে সেই সব আনন্দ দেন" " তিস্তা বলে উঠলো।
"হ্যাঁ, তোমাদের সোর্সরা একদম ঠিক খবর দিয়েছে তোমকে, আর আমি মনে করি যে ওকে যে সব কঠিন কাজগুলো করতে হয় তার জন্য ওর কিছু পারিশ্রমিক বা পেমেন্ট পাওয়া উচিত...আর সেই জন্যই..." দীপা বলে উঠল।
"হ্যাঁ নিশ্চয়ই পাওয়া উচিত" এই বলে তিস্তা নিজের হাত বারিয়ে রুদ্রর খাঁড়া লিঙ্গটার মাথায় নিজের আঙুল দিয়ে নাড়িয়ে দিলো, যার ফলে ওর লিঙ্গটা স্প্রিঙের ন্যায় নড়ে উঠল। সেই দেখে তিস্তা হেসে উঠে বললঃ
"যাইহোক, এখানে দাঁড়িয়ে থেকে আর সময় নষ্ট করে লাভ নেই আমাদের। ওইদিকে কাজে দেরি হয়ে যাচ্ছে , বস নিশ্চয়ই এতক্ষণে খুব উদ্বিগ্ন হয়ে পড়েছেন..." বলে রুদ্রকে নিজের প্যান্ট পড়ে নিতে ইঙ্গিত করলো তিস্তা।
"নাকি উনি তার টিভিতে এই সব কার্যকলাপ দেখে নিজেরটা নিয়ে খেলা করতে আরম্ভ করেছেন ?" রুদ্রর প্রতি তিস্তার ওই গায়েপরা ভাব দেখে দীপা বিরক্ত হয়ে বলে উঠল। তবে সেই বিরক্ত, রাগের না ঈর্ষার সেটা পরিষ্কার করে বোঝা গেল না ।
দীপার মুখে সেই কথা শুনে তিস্তা বলল, "হ্যাঁ, ওই জিনিসগুলির প্রতি তাঁর নিজস্ব একটা আকর্ষণ আছে ..."
দীপা পাণ্ডে-জি-র অফিসে আগে গিয়ে থাকলেও রুদ্রর সেখানে আজকে প্রথমদিন| পাণ্ডে-জির সেই বিরাট অফিসে ঢুকেই চারিদিকে থাকা সব হাই-টেক গ্যাজেটগুলো দেখে রুদ্রর চোখ ছানাবড়া হয় গেল | ছোটবেলা থেকেই দারিদ্রতার মধ্যে বড় হওয়ার ফলে সেই সব জিনিসগুল কখনই আগে দেখেনি সে। তবে সব থেকে বেশি যে জিনিসটা তার দৃষ্টি আকর্ষণ করেছিল সেটা হল সেই আলট্রা হাই স্পিড ইন্টারনেট মডেম যেটা পাণ্ডে-জির ল্যাপটপের সঙ্গে কান্নেক্টটেড করা ছিল।
ব্যাঙ্কের হ্যান্ডবুক পরার পর, একাউন্ট চালু করতে বেশি সময় লাগলো না রুদ্রর। সামান্য কোয়াকটা কনফিগারেশন বেশি থাকলেও নরমাল ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতোই এই অ্যাকাউন্টের, তবে লগ-ইন করার জন্য নরমাল পাসওয়ার্ড এর জায়গায় ব্যবহারকারীকে নিজের জিভের নীচে সিলিন্ডারটা রেখে সেটা কম্পিউটারের ইউ এস বি স্লটের সঙ্গে কানেক্ট করতে হয় ।
"বস, এখানে আপনার কয়েকটা ডিটেলস চাইছে। আপনাকে সামান্য কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে।" কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে বলে উঠল রুদ্র । তাঁর কাছে এইসব কাজ যে নাকের নস্যি সেটা কেউ না জানলেও, জানতো দীপা আর তাই জন্যই সে তাকে রেকমেনড করেছিল।
রুদ্রর সেই উক্তি শুনে পাণ্ডে-জি বললেন, "হ্যাঁ, বলও কি প্রশ্নর উত্তর চাও তুমি?"
"হ্যাঁ, এই যেমন, আপনি কি শুধুমাত্র একটাই আই পি অ্যাড্রেস দিয়ে এটাকে অ্যাক্সেস করতে চান? মানে প্রতিবারই কি এই মেশিন দিয়েই লগইন করবেন না ওয়ার্ল্ডের যেকোনো মেশিন থেকে লগইন করার সুবিধা চান?"
"বিশ্বের যে কোনও মেশিন থেকে লগইন করতে চাই আমি", পাণ্ডে-জি শক্ত গলায় বলে উঠলেন।
"ওকে, আপনি কি এই অ্যাকাউন্টটিতে দ্বিতীয় কোন ব্যক্তিকে অংশীদার করতে চান, মানে ওই জয়েন্ট একাউন্ট ?"
"না...", পাণ্ডে-জি বলে উঠলেন।
"ঠিক আছে, এর পরেরটা....হ্যাঁ, আপনি কি আপনার সন্তানকে এই অ্যাকাউন্টটি অ্যাক্সেস করার ক্ষমতা দিতে চান?"
রুদ্রর সেই প্রশ্নটা শুনতেই পাণ্ডে-জি হঠাৎ কেমন একটা অন্যমনস্ক হয়ে গেলেন। দেখে মনে হল যেন কিছু নিয়ে আকাশ পাতাল চিন্তা করছেন উনি। কিছুক্ষণ সেই ভাবে চুপ করে থাকার পর, নিজের চিন্তা কাটিয়ে উনি বল্লেনঃ
"কিন্তু..তার ডিএন.......তার ডিএনএ কীভাবে ম্যাচ করবে এটায়?"
"মমম...স্যার, বায়োলজির ভাষায়, আপনার সন্তানের ডিএনএর অর্ধেক অংশ আপনার ডিএনএর মতই হয়, আর ঠিক সেই ভাবেই এই সিস্টেমটাও প্রোগ্রাম করা। মানে কোন বেক্তির যদি আপনার ডিএনএর কেবল পঞ্চাশ শতাংশ ম্যাচও হয়, তাহলে এই সিস্টেমটা তাকে অ্যাকাউন্টে ঢোকার অ্যাক্সেস দিয়ে দেবে। যদি আপনি চান, ওনলি ইফ ইউ ওআন্ট" রুদ্র বলে উঠল।
"হ্যাঁ সে না হয় বুঝলাম, কিন্তু আমার আপাতত কোনও বাচ্চাকাচ্চা নেই..." বলে তিস্তার দিকে তাকালেন পাণ্ডে-জি। তিস্তাও পাণ্ডে-জির দিকে তাকিয়ে কি যেন একটা ইঙ্গিত করল।
"ওহ তাহলে...এটা ডিসএবেল করেদি নাকি?"
"নাহ, ওটাতে টিক মেরে দাও আর এবার তাড়াতাড়ি এই প্রসেসটা শেষ করো..." পাণ্ডে-জি বলে উঠলেন আর সেখানে থাকা প্রত্যেকটা বেক্তিই বুঝতে পারল যে পাণ্ডে-জি এই কাজটাকে তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে চাইছিলেন। তবে সেটা কেন, কেউই জানতো না।
"বস, আপনি এত তাড়াহুড়ো করছেন কেন?" পাশ থেকে হঠাৎ তিস্তা বলে উঠল। সেও পাণ্ডে-জিকে সেই রূপ উদ্বিগ্ন অবস্থায় দেখে চিন্তায় পড়ে গিয়েছিল।
"না তিস্তা...যা করার তাড়াতাড়ি করা উচিত, কোন কাজেই দেরি করা উচিত নয় আর এই বিষয়ে তো একদমই নই..." পাণ্ডে-জি শক্ত গলায় বলে উঠলেন।
এমন সময় পাশ থেকে হঠাৎ রুদ্র বলল, "ব্যাস হয়ে গেছে.....অ্যাকাউন্ট সেট আপ ইস কমপ্লিট | এখন আপনি একবার লগইন করে দেখে নিতে পারেন সব কিছু ঠিক আছে কিনা"
"হমমম, ঠিক আছে তবে...দেখি একবার নিজে করে তাহলে..." রুদ্রর কথা শুনে পাণ্ডে-জি বলে উঠলেন।
সেই সাথে রুদ্র ডেস্কের সামনে থেকে সরে যেতেই তিস্তা পাণ্ডে-জিকে মেশিনের সামনে নিয়ে এলো। পাণ্ডে-জি ইউজার অ্যাই ডি দিয়ে ওই সিলিন্ডারটা তার জিভের নীচে চেপে ধরলেন। কিছুক্ষণের জন্য কম্পিউটার স্ক্রিন বিজি হয়ে গেল আর তারপরি সফটওয়্যারটা পাণ্ডে-জির দেওয়া ডিএনএর স্ক্যান শুরু করলো আর কিছুক্ষণের মধ্যেই ব্যাঙ্কের সার্ভারের সাথে কানেক্ট হয়ে গেল পি সিটা ।
"ঠিক আছে... একদম ঠিক আছৎ... লগ ইন ইস সাকসেসফুল" তিস্তা খুশীতে ডগমগও হয়ে বলে উঠে প্রথমে পাণ্ডে-জি তারপর রুদ্রর দিকে তাকাল । রুদ্রর দিকে তাকিয়েই মিষ্টি করে হাসল তিস্তা ।