22-03-2022, 05:44 PM
(22-03-2022, 04:20 PM)bourses Wrote: আপনার গল্পের ডিটেলিং এতটাই মনমুগ্ধকর যে একবার পড়তে শুরু করলে আর থামতে ইচ্ছা করে না... আর সেই সাথে মনে হয় যেন চোখের সামনে পুরো ঘটনাটা ঘটে চলেছে... সততই লা জবাব আপনার লেখনী... আমিও চেষ্টা করি আমার গল্পের চরিত্রগুলি একটু নারীকেন্দ্রিক রাখতে, কিন্তু সর্বশেষে সেই নারীর কল্পনার সাথে পুরুষের কল্পনার পার্থক্য একটা থেকেই যায়... আমরা যা কিছু লিখি তা শুধু মাত্র কল্পনা নির্ভর করে... আর আপনারা যখন লেখেন তখন বাস্তবিক সেটা একজন নারীর অনুভূতির নির্যাস... চালিয়ে যান... সাথে আছি...
সা-লা-ম
সে-ই যে - ধরা যাক - মদন আর মোহন দুই বন্ধু অবশিষ্ট এক-থালা ভাত নিয়েই মুখোমুখি । চরম ভুখা দুজনেই । - মোহন শুধালো - ''ভাই মদন , তোমার বাবা কীভাবে মারা গেছিলেন ?'' - মদন ছলছল চোখে শুরু করলো - ''সে বছর স্বদেশীরা বোমা তৈরী করতে ঢাকা কলকাতা করছে...'' - মোহনের হাত ভাতের গ্রাস পাকিয়ে মুখে চালান করে চলেছে... মদন বলে চলেছে ...''তারপর তো নেতাজী দেশ ছাড়লেন সবার অজান্তে ...'' - নন-স্টপ্ মোহন চালিয়ে যাচ্ছে ... আর মাত্র একটি গ্রাসের মতো ভাত রয়েছে থালায় - মদনের জিজ্ঞাসা - ''মোহনভাই , তোমার বাবা কেমন করে মারা গেলেন ?'' - গোল্লা পাকিয়ে শেষ গ্রাসটি মুখে পুরে মোহনের জবাব - '' ফুললো আর মললো...'' -- আমি কিন্তু জনাব বিবরণীতে ওই মদনের দলেই - তা' সে মদনকে যতো-ই বলা হোক বোকা____ । সালাম জী ।