22-03-2022, 04:10 PM
(17-03-2022, 08:44 PM)Baban Wrote: উফফফফ আজকের পর্ব পড়ে মনে হলো রুদ্রানী নামটা স্বার্থক হলো। আগের পর্বের সাথে ওটা ঠিক যেন যায়না... যাইহোক... এই মেয়ের সম্পর্কে যত জানছি ততো অবাক হচ্ছি, ততো ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে।
না... এই ভালোবাসা মোটেও ওই " ওগো সুন্দরী প্রিয়তমা তোমার আবেশে হারিয়ে যেতে চাই আমি.. গ্রহণ করো আমার " ওই টাইপের ভালোবাসা নয়, এই ভালোবাসা আন্তরিক শ্রদ্ধার.... নারী উলঙ্গ হলেই বা শারীরিক সুখে ও কামকেলিতে হারিয়ে গেলেই তার প্রতি শ্রদ্ধা কমেনা... সেই শ্রদ্ধা লুকিয়ে তাকে অন্তরে যা বেরিয়ে আসে এই প্রকার ঘটনা জেনে.... বড্ড আন্তরিক করে তুলছো চন্দ্রকে আমার ও আমাদের সকলের কাছে তুমি দাদা.... কারণ তার জেদি, দুস্টু, বদমেজাজি, দৃঢ় কঠিন, মিষ্টি, আবেগী, কামুকি... সব কিছু মেলে ধরছো আমাদের সামনে....
রতি কামে হিংস্র কামিনী
বিশ্বাসে তুমি প্রেমিকা
প্রয়োজনে যেমন তুমি রুদ্রানী
তেমনি আছে বুক ভরা মমতা ♥️
ঠিক তাই, এটাই আমার চন্দ্রকান্তা... একাধারে যেমন দুষ্টের দমনে কোন রকম ভয় ডরএর জায়গা রাখে না নিজের মনের মধ্যে, আবার পীড়িতের শ্রুশ্রষায় আগে ঝাঁপিয়ে পড়ে... এমনটাই দেখেছি বরাবর তাকে করে আসতে... এই চন্দ্রকান্তা আরো অনেক রূপে তোমাদের সামনে ধরা দেবে...
কবিতাটা একদম পার্ফেক্ট হয়েছে বাবান... দারুণ...