Thread Rating:
  • 39 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
মাটি তবুও সবুজ (বহু পাঠকের অনুরোধে) --- virginia_bulls
#41
বিলটু নিজের মন কে শক্ত করে নেয় মাথার উপর গাংচিল নেই যে বুঝতে পারবে যে আশে পাশে বন্দর রয়েছে যেখান থেকে শুরু করেছে অর্ধেক চলে এসেছে দ্বীপের শুরু রেখার মতো পাড় ধরে দু একটা ছোট পাকি উড়ে বেড়াচ্ছে , কিন্তু সে মাপে খুবই ছোট তাঁর মানে সে ছাড়া এই দ্বীপে দু একটা পাখিও আছে তাহলে জল নিশ্চয়ই আছে কোথাও নাহলে পাখি বাঁচবে কি করে খুঁজতে লাগলো জল পায়ের প্যান্ট ছিড়ে হাফ প্যান্ট করে নিলো সুবিধা হতো চাকু নেয় , হাত দিয়ে কি প্যান্ট ছেঁড়া যায়?

পিছনের দিক টা পাথুরে আর সে দিকে সমুদ্র গভীর হয়ে পাথুরে দেয়ালে জলের আছড়ে পড়ার গুড় গুড় করে আওয়াজ আসছে কানে দ্বীপের সব জায়গা গুড়ি গুড়ি ছোট্ট কাঁকড়ার মতো পোকা , কামড়ায় না দাঁড়া গুলো খুবই নরম , হয় তো বাচ্ছা কাঁকড়া হবে লোক টার কাছে গিয়ে ডাকতে লাগলো "ওহ দাদা শুনছেন ? বেঁচে গেছেন কপাল ভালো হাতের ঘড়িটা দামি , ঘড়ি চলছে এখনো ১২:২১ বাজে , তবে কি দিন তাঃ লেখা নেই বিলটু বুঝতে পারে না এক দিন না দু দিন কাটিয়েছে ভেসে ভেসে তার পুরো শরীর সাদা হয়ে গেছে , চামড়া পচে মাথা নিচে করে থাকা মানুষ টাকে দু হাথে চিৎ করে নিজেই ভয়ে চেঁচিয়ে হামা গুড়ি দিয়ে পিছনে চলে আসলো তার শরীর ছেড়ে দিয়ে মাছেরা চোখ খুবলে নিয়েছে , আর ঠোঁটের নরম মাংস খেয়ে নিয়েছে সামুদ্রিক কাংড়া তাই বিষৎস দেখতে লাগছে মুখ মারা গেছে অনেক আগেই মাথাটা সামনে থেকে ফাটা , ঘুলু নেয় বললেই চলে না এই এক নির্জন দ্বীপে একটা মরার সাথে থাকতে হবে ! উফফ ভাবা যাচ্ছে না

তবুও গায়ের জোরে টেনে জল থেকে ঝোপে টেনে টেনে নিয়ে রেখে দিলো শরীর টা , আর ভালো করে লতায় পাতায় ঢেকে দিলো ইচ্ছা হলো মাটি খুঁড়ে শরীর টা চাপা দিতে পারলে ভালো হতো কিন্তু বালি খুঁড়বে কি করে তার পর কি মনে করে সেই ভদ্র লোকের মুখের দিকে না তাকিয়ে হাতড়ে দেখতে চাইলো যদি পকেটে পরিচয় পাওয়া যায় বেঁচে থাকলে তাঁর পরিবার কে জানানো যাবে পকেট থেকে বেরোলো দামি সিগারেটের চুপ চুপে ভিজে বাক্স , একটা দামি গ্যাস লাইটার খুব আনন্দ পেলো সে লাইটার অন্তত তাঁর বেশ কিছু দিন কাজে লাগবে যত দিন গ্যাস আছে , বাঁচবার জন্য দুটো জিনিস চাই একটা জল আর আরেকটা আগুন পকেটের মানিব্যাগে ভর্তি টাকা , চুপসে রয়েছে , ইডেনটি কার্ড , লেখা নির্মলেন্দু মন্ডল , রিজিওনাল জোনাল ম্যানেজার , এশিয়ান পেন্টস, আরো অনেক ব্যাংকের কার্ড আর একটা ছবি , জলে ধুয়ে গেলেও বোঝা যাচ্ছে তার বৌ আর মেয়ের সাথে দাঁড়িয়ে তোলা ফটো পরিবারটার কি হবে ভেবেই শিউরে ওঠে বিলটু

ঘড়িটাও হাত থেকে খুলে নিলো বিলটু, অন্তত সময় দেখতে পাবে , যদি ঠিক থাকে চলে ঘড়িটা প্যান্টের বেল্ট খুলে নিলো , খুলে নিলো পায়ের জুতো টা এই বালি মাটিতে হাটতে খুব কাজে লাগবে

তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে , একটু জল চাই, একটু জল অসহায় হয়ে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে নোনা জল মুখে নিয়ে খেয়ে বমি করে পাগলের মতো এতো মিষ্টি জলের তৃষ্ণা জল চাই জল পাগলের মতো ডাকতে থাকে এদিকে ওদিকে বিলটু কেউ আছো এখানে জল দাও জল সামনেই এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা জিনিস কিন্তু একটাও ব্যবহারের নয় সব সমুদ্র থেকে ভেসে এসেছে শুধু সেই জিনিস গুলো সাক্ষীর মতো পরে আছে ছড়িয়ে ছিটিয়ে মানুষের সভ্যতার ইতিহাসের নিদর্শন হয়ে বেশির ভাগই মোটা দড়ি , প্লাস্টিকের দু একটা ফাটা বহু পুরোনো বোতল খালি বিয়ারের বোতল আর ক্যান নাম উঠে গেছে পড়ে থেকে থেকে প্রায় শেষ প্রান্তে হেটে চলে এসেছে দ্বীপের সরু সৈকত ধরে জোর করে রেখেছে এক জায়গায় যা যা দরকারি সে গুলো লাইটার টা না শুকোলে জ্বলবে না

সামনেই পাথরের চাই খাড়া নেমে গেছে সমুদ্রের বুকে , সেদিকে মানুষ যেতে পারবে না আর সেরকমই ভাঙা ক্ষয়ে যাওয়া পাথরের দেওয়াল ঘিরে অর্ধ চন্দ্রাকৃতি এই দ্বীপ সে যে দিকে দাঁড়িয়ে আছে চাঁদের কনকেভ গোলাকৃতি ভাগে , আর কনভেক্স দিকটায় দুর্গম যেদিকে সমুদ্র আছড়ে পড়ছে ঢেউ খেলে খেলে সেই জন্যই বোধ হয় এই দ্বীপ টা তৈরী হয়েছে জোয়ার আসলে ডুবেও যায় মনে হয় তাই এখানে মানুষ থাকবার প্রশ্নই ওঠে না

যে দিকটায় বিলটুর শরীর ভেসে উঠেছিল , ওই জায়গাটাই থাকবার পক্ষে আদর্শ বালিয়াড়ি পেরিয়ে গেলেই সামনে আরো দুটো দুটো গাছ দাঁড়িয়ে একটু বড়ো মাপের , সেখানেই পাখিদের কিচমিচ তাও আহামরি বড়ো নয় সাকুল্যে চারটে করে ডাল বা শাখা হবে কি গাছ সে জানে না ঘুরে ফায়ার যেতে চাইলো দ্বীপের অন্য দিকে হাঁটলে ৩০ মিনিটেই এক পার থেকে অন্য পারে যাওয়া যাবে দূরে কোত্থাও কোনো জাহাজ দেখা যাচ্ছে না ইশ যদি একটু লাল কাপড় থাকতো তাহলে তা নাড়িয়ে জাহাজ কে দেখানো যেত আগে জল চাই জল বালিতে হাঁটলে খুব পিপাসা লাগে শরীর টেনে ধরছে তাঁর হটাৎ পাগলের মতোধার ঘেঁষা সেই গাছ দুটোর দিকে ঝোপ ঝাঁপ পেরিয়ে দৌড়াতে লাগলো বিলটু যে দিকে সমুদ্র পাথরের দেয়ালে আছড়ে পড়ছে , তার উল্টো দিকে ধার ঘেঁষা পাথরের দেয়াল বেয়ে চুইয়ে জমা হয়েছে জল , আর সেই জলে জমে উঠেছে শেওলা সেখান থেকেই বেশির ভাগ সবুজ ঝোপ ঝাড় বেড়ে উঠে ছড়িয়ে পড়েছে পুরো দ্বীপ টায়

অপেক্ষা না করে ক্ষুধার্তের মতো হাচড়ে কামড়ে সেই পাথুরে দেয়ালের খাজে চড়ে চাটতে লাগলো দেয়ালের ঘাম হ্যাঁ মিষ্টি , প্রাণ ভোরে চাটলো দেয়াল কিন্তু গ্লাস ভরে জল চাই তৃষ্ণা মিটলো খানিকটা মাটি চেটে এই জল খায় এই পাখিগুলো নিচের বালি মেশানো জল মাটিতে মুখ লাগিয়ে চো চো করে পেট ভরানোর চেষ্টা করলো টেনে উফফ যেন প্রাণ ফিরে পেলো জলের সমস্যার একটা সমাধান দরকার একটু কাপড় পেলেই জলের সমস্যার সমাধান হবে

সন্তর্পনে পাথরের খাজ বেয়ে আবার বিলটু উঠে আসলো বালিয়াড়ির দিকে নাঃ ফিরে অন্য দিকটাও দেখতে হবে ধুর নিকুচি করেছে ব্যাথার ভালো লাগছে খুব জীবনের প্রথম স্বাধীনতা , এক একটাই দ্বীপের রাজা সে , যা খুশি তাই করবে মনে গায়ে জোর এসেছে জল খেয়ে ফিরে যাবে মনে হলো একটা হাত ব্যাগ মেয়েদেরই হবে , এগিয়ে গিয়ে তুলে নিলো খুলে দেখলো , এক গোছা টাকা কোন দেশের ভাষা জানে না , ভিজে নেতিয়ে গেছে মেয়েদের সাজ গোজের জিনিস একটা ছোট ছাতা পেয়ে আনন্দে লাফিয়ে উঠলো সে খাবার ব্যবস্থাও হয়ে যাবে এবার আরো হাতড়াতে লাগলো সে হ্যাঁ ইউরেকা ইউরেকা পাওয়া গিয়েছে একটা নেল কাটার ব্যাস আর কিছু চাই না , শুধু পরিষ্কার কাপড় চাই ড্রাইভিং লাইসেন্স নাম পড়লো মার্তা জেনিস , ইউক্রেন মহিলাটি নিশ্চয়ই মারা গেছে ঘুরে এগিয়ে যেতে লাগলো আনমনা হয়ে , তার আগে ব্যাগটা তুলে রেখে দিলো বড়ো গাছটার ডালে ঝুলিয়ে
 
[+] 9 users Like ddey333's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: মাটি তবুও সবুজ (বহু পাঠকের অনুরোধে) --- virginia_bulls - by ddey333 - 20-03-2022, 09:14 PM



Users browsing this thread: