19-03-2022, 02:27 PM
হারিয়েছি সময় যত
ফিরে পেতে চাই একটু আবার
এগিয়ে চলার পথের মাঝে
ঘুরে আমি তাকাই একটু আবার
ছোট্ট কিছু মুখের সহিত
দাঁড়িয়ে কিছু চেনা হাসিমুখ
তাদের হাসিটা আজও মোহিত
দেখে ওগো যেন পাই কত সুখ
হাঁটতে চলতে শেখার পরে
বইয়ের পাতায় চোখ বুলিয়ে
পৃষ্ঠায় যেন আটকে গেছি
দায়িত্বর ঝোলা কাঁধে চাপিয়ে
লিখতে শেখা হাত দুটো
আজ যতই হোক মজবুত
যতই আজ বাইরে গুণী
ভেতরে ঠিক লুকিয়ে যে খুঁত
থাকুক পৃষ্ঠা পড়া শেষ কাহিনীর
আর যত সব ইচ্ছা গুলো
নায়ক হোও সেই সেনাবাহিনীর
ঝেড়ে সব গায়ের ধুলো
- বাবান
ফিরে পেতে চাই একটু আবার
এগিয়ে চলার পথের মাঝে
ঘুরে আমি তাকাই একটু আবার
ছোট্ট কিছু মুখের সহিত
দাঁড়িয়ে কিছু চেনা হাসিমুখ
তাদের হাসিটা আজও মোহিত
দেখে ওগো যেন পাই কত সুখ
হাঁটতে চলতে শেখার পরে
বইয়ের পাতায় চোখ বুলিয়ে
পৃষ্ঠায় যেন আটকে গেছি
দায়িত্বর ঝোলা কাঁধে চাপিয়ে
লিখতে শেখা হাত দুটো
আজ যতই হোক মজবুত
যতই আজ বাইরে গুণী
ভেতরে ঠিক লুকিয়ে যে খুঁত
থাকুক পৃষ্ঠা পড়া শেষ কাহিনীর
আর যত সব ইচ্ছা গুলো
নায়ক হোও সেই সেনাবাহিনীর
ঝেড়ে সব গায়ের ধুলো
- বাবান