18-03-2022, 08:34 AM
ফিরে যায় নিজের চেম্বার-এ। মেয়েটার কথার সাথে সব কিছু মিলে গেছে ! দ্বিতীয় মেয়েটি ছাড়া । আরতি মৈত্র এসে হাজির । বলুন কারাত বাবু , খুব যাচ্ছে তাই ব্যাপার ঘটে গেছে দেখছি ! কেস টা সেনসিটিভ । সাস্পেক্ট মেয়ে শুনলাম । সরকারি পক্ষে না মেয়েটার হয়ে লড়তে হবে ?
" সৈকত কে বলে পাঠিয়েছি , সরকারি পক্ষ্যে সেই লড়ুক , অনেক কনভিনসিং । যত দূর মনে হয় রেপ এন্ড প্রস্টিটিউশান , আর বাকি টা এক্সিডেন্ট । দুটো সাস্পেক্ট এর স্টেটমেন্ট ম্যাচ করলাম । কাল সব রিপোর্ট হাতে পেলে ক্লিয়ার হবো । " মিডিয়া কে কি বললেন ? প্রশ্ন করে আরতি মৈত্র । খুব হাই প্রোফাইল কেস এক্সিডেন্ট বলা ছাড়া উপায় নেই । মার্ডার হলে শহরে দাঙ্গা শুরু হবে । জনতা মুক্তি মঞ্চ পার্টি খুব একটিভ । মেয়ে তাকে এখনই ইনোসেন্ট বলছি না !
আমার আরেকটু ইন্টেরোগেট করার ইচ্ছা আছে সরলা কে তবে এখনই নয় আগে রিপোর্ট আসুক । চলুন মেয়েটিকে কিছু জিজ্ঞাসা করি । কারাত বাবু এখন কিন্তু মেয়েটি আমার ক্লায়েন্ট !
হাঃহাঃহাঃ করে হাসে কারাত বাবু! বিসির ঘরে ঢুকে সরাসরি প্রশ্ন করে কারাত সাহেব ।
কারাত সাহেব : তোমার সঙ্গে দ্বিতীয় মেয়েটি কে তুমি চেনো ?
বিসি: না চিনি না
কারাত সাহেব : সে তোমার মতি মহল যাবার আগে এসেছিলো না পরে ?
বিসি : ওনাকে আস্তে যেতে দেখেছি । কিন্তু লোক দুজনের সাথে কি কথা হয়েছিল জানি না । খুব অল্প সময় দাঁড়িয়ে ছিল ।
বিসি জেনে শুনে মিথ্যা কথা বলে । বিসির সাথে পুলিশ এখনো দুর্ব্যবহার করে নি । কারণ রেপ ভিক্টিম । FIR করেছে পুলিশ নিজে । তাই নিরুপায় হয়ে কারাত বাবু কে ধৈর্য ধরতে হলো । রাত হয়ে গেছে ।
কারাত সাহেব : আমাদের কাছে ক্যামেরার ফুটেজ আছে তুমি মিথ্যে বলছো ।
বিসি : ঘটনার 30 মিনিট আগেই উনি চলে গেছিলেন . ওনার সাথেও এরা অত্যাচার শুরু করতে চেয়েছিলো ।
কারাত সাহেব : কথার মধ্যে কোনো নাম পাও নি !
বিসি : উনি তো কাজের জন্য এসেছিলেন , বলছিলেন যদি কোনো কাজ থাকে !
কলকাতায় লক্ষ লক্ষ মানুষ আসে কাজ খুঁজতে, এমন একটা মেয়েকে খুঁজে বার করা খুব শক্ত । কারাত বাবু ভেবে বললেন " তুমি মুখ দেখলে চিনতে পারবে ?"
বিসি : হ্যাঁ
বিসি মনে মনে ভাবে , মমতার কথা পুলিশ জানতে পেরেছে , তাই লুকিয়েও কোনো লাভ হবে না । পুলিশ ক্যামেরায় দেখলে মমতা কে খুঁজে বার করবেই । কিন্তু বাচ্ছা এমন জিনিস অনেক সমস্যার সমাধান হয়ে যায় বাচ্ছার ময় দয়া সামনে নিয়ে ।
বিসি : উনি কিন্তু কোলের একটা বাছা নিয়ে এসেছিলেন ।
কারাত সাহেব : হোয়াট ? বাচ্ছা !
বুঝতে অসুবিধা হলো না যে নতুন মেয়েটাকে কাজের লোভ দেখিয়ে নিয়ে আসা হয়েছিল ।
রাত অনেক হয়েছে | কাজ আর এগোনো যাবে না | কারাত সাহেব বাড়ি ফিরে গেলেন, আরতি দেবীও বললেন সকালে তিনি থানায় এসে সব প্রসিডিংস করে যাবেন | নির্দেশ দিলেন কোনো ভাবেই যেন কবিতার সাথে কাওকে দেখা না করতে দেওয়া হয় | রাত কাটলো |
বিসি নোংরা কম্বল নিয়েই বিছানা করে রাত কাটালো থানার গারদে | থানায় দিন রাত বলে কিছু হয় না | TV চলছে জোরে , সব জায়গায় রিয়াজ আর নোবু বাবুর খুনের ঘটনা কে রং লাগিয়ে গল্প বলছে সবাই | চলছে চুল চেরা তত্ব বিচার | আর সঙ্গে গ্রাফিকাল প্রেসেন্টেশন , কি ভাবে আততায়ী ঘরে ঢুকে খুন করেছে দুজন কে | লুট হয়েছে অনেক টাকা | শুনতে শুনতে ঘুমিয়ে পরে বিসি শান্তি তে | অন্তত তার জীবনে দূর্গা বাড়ির রাত আসবে না | বেশ আনন্দ পায় বিসি |
" সৈকত কে বলে পাঠিয়েছি , সরকারি পক্ষ্যে সেই লড়ুক , অনেক কনভিনসিং । যত দূর মনে হয় রেপ এন্ড প্রস্টিটিউশান , আর বাকি টা এক্সিডেন্ট । দুটো সাস্পেক্ট এর স্টেটমেন্ট ম্যাচ করলাম । কাল সব রিপোর্ট হাতে পেলে ক্লিয়ার হবো । " মিডিয়া কে কি বললেন ? প্রশ্ন করে আরতি মৈত্র । খুব হাই প্রোফাইল কেস এক্সিডেন্ট বলা ছাড়া উপায় নেই । মার্ডার হলে শহরে দাঙ্গা শুরু হবে । জনতা মুক্তি মঞ্চ পার্টি খুব একটিভ । মেয়ে তাকে এখনই ইনোসেন্ট বলছি না !
আমার আরেকটু ইন্টেরোগেট করার ইচ্ছা আছে সরলা কে তবে এখনই নয় আগে রিপোর্ট আসুক । চলুন মেয়েটিকে কিছু জিজ্ঞাসা করি । কারাত বাবু এখন কিন্তু মেয়েটি আমার ক্লায়েন্ট !
হাঃহাঃহাঃ করে হাসে কারাত বাবু! বিসির ঘরে ঢুকে সরাসরি প্রশ্ন করে কারাত সাহেব ।
কারাত সাহেব : তোমার সঙ্গে দ্বিতীয় মেয়েটি কে তুমি চেনো ?
বিসি: না চিনি না
কারাত সাহেব : সে তোমার মতি মহল যাবার আগে এসেছিলো না পরে ?
বিসি : ওনাকে আস্তে যেতে দেখেছি । কিন্তু লোক দুজনের সাথে কি কথা হয়েছিল জানি না । খুব অল্প সময় দাঁড়িয়ে ছিল ।
বিসি জেনে শুনে মিথ্যা কথা বলে । বিসির সাথে পুলিশ এখনো দুর্ব্যবহার করে নি । কারণ রেপ ভিক্টিম । FIR করেছে পুলিশ নিজে । তাই নিরুপায় হয়ে কারাত বাবু কে ধৈর্য ধরতে হলো । রাত হয়ে গেছে ।
কারাত সাহেব : আমাদের কাছে ক্যামেরার ফুটেজ আছে তুমি মিথ্যে বলছো ।
বিসি : ঘটনার 30 মিনিট আগেই উনি চলে গেছিলেন . ওনার সাথেও এরা অত্যাচার শুরু করতে চেয়েছিলো ।
কারাত সাহেব : কথার মধ্যে কোনো নাম পাও নি !
বিসি : উনি তো কাজের জন্য এসেছিলেন , বলছিলেন যদি কোনো কাজ থাকে !
কলকাতায় লক্ষ লক্ষ মানুষ আসে কাজ খুঁজতে, এমন একটা মেয়েকে খুঁজে বার করা খুব শক্ত । কারাত বাবু ভেবে বললেন " তুমি মুখ দেখলে চিনতে পারবে ?"
বিসি : হ্যাঁ
বিসি মনে মনে ভাবে , মমতার কথা পুলিশ জানতে পেরেছে , তাই লুকিয়েও কোনো লাভ হবে না । পুলিশ ক্যামেরায় দেখলে মমতা কে খুঁজে বার করবেই । কিন্তু বাচ্ছা এমন জিনিস অনেক সমস্যার সমাধান হয়ে যায় বাচ্ছার ময় দয়া সামনে নিয়ে ।
বিসি : উনি কিন্তু কোলের একটা বাছা নিয়ে এসেছিলেন ।
কারাত সাহেব : হোয়াট ? বাচ্ছা !
বুঝতে অসুবিধা হলো না যে নতুন মেয়েটাকে কাজের লোভ দেখিয়ে নিয়ে আসা হয়েছিল ।
রাত অনেক হয়েছে | কাজ আর এগোনো যাবে না | কারাত সাহেব বাড়ি ফিরে গেলেন, আরতি দেবীও বললেন সকালে তিনি থানায় এসে সব প্রসিডিংস করে যাবেন | নির্দেশ দিলেন কোনো ভাবেই যেন কবিতার সাথে কাওকে দেখা না করতে দেওয়া হয় | রাত কাটলো |
বিসি নোংরা কম্বল নিয়েই বিছানা করে রাত কাটালো থানার গারদে | থানায় দিন রাত বলে কিছু হয় না | TV চলছে জোরে , সব জায়গায় রিয়াজ আর নোবু বাবুর খুনের ঘটনা কে রং লাগিয়ে গল্প বলছে সবাই | চলছে চুল চেরা তত্ব বিচার | আর সঙ্গে গ্রাফিকাল প্রেসেন্টেশন , কি ভাবে আততায়ী ঘরে ঢুকে খুন করেছে দুজন কে | লুট হয়েছে অনেক টাকা | শুনতে শুনতে ঘুমিয়ে পরে বিসি শান্তি তে | অন্তত তার জীবনে দূর্গা বাড়ির রাত আসবে না | বেশ আনন্দ পায় বিসি |