14-03-2022, 11:55 AM
(14-03-2022, 09:21 AM)Sanjay Sen Wrote:এক কথায় অসাধারণ yr):
অনেক অনেক ধন্যবাদ দাদা ♥️
(14-03-2022, 01:05 AM)sohom00 Wrote: লেখা এই সপ্তাহেই পাবে দাদা, প্রমিস রইল | কলঙ্কিনীর ছেলে গল্পটাই কন্টিনিউ করবো |
তবে একটা কথা, প্রতিভা প্রতিভাই হয় কাকা ! তার কোনো বিকল্প নেই | খোদ নিজের লেখার স্টাইল নিয়েই এক্সপেরিমেন্ট, দক্ষতা না থাকলে করার সাহস অবধিই বা কতজন করে ! আর বলাই বাহুল্য সে এক্সপেরিমেন্ট হান্ড্রেড পার্সেন্ট সফল | বাবান বলে যে একজন বাংলা পানু গল্পের ফাটাফাটি রাইটার ছিল, একথা বহুদিন পর্যন্ত লোকে মনে রাখবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি | বাই হার্ট বলছি তোমার ছোটগল্পগুলো ব্যাপক হয়েছে | একটুখানি পরিসরে অনেকখানি ছবি আর আনএক্সপেক্টেড একটা টুইস্ট..... পারফেক্ট ছোটগল্প যাকে বলে |
চালিয়ে যাও দাদা | সাথে তো ছিলাম... আছি... থাকবোই !
অনেক অনেক ধন্যবাদ সোহম ♥️
আমি অন্য কোনো নামি লেখকের মতো হতে চাইনি..... আমি আমার মতো স্বতন্ত্র হয়ে নিজের লেখা ও মনের ভাব প্রকাশ করতে চেয়েছি সর্বদা। যেটা তোমরা প্রতিবার বুঝেছো ও আমার লেখার সম্মান করেছো। এই ইরোটিক থেকে নন ইরোটিক লেখক হয়ে ওঠা বা এই ছোট ছোট অণু গল্পগুলোর মাধ্যমে যদি লোকের মনে জায়গা করতে সফল হয়ে থাকি... ব্যাস... আর কি চাই ♥️
আর ভুলোনা... তুমিও ইরোটিক গল্পের বিভাগে পাঠকদের প্রিয় একজন লেখক... সেটা তুমি মানো আর নাই মানো ভাইপো




![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)