13-03-2022, 12:06 PM
পৌঁছে দেখলাম আমাদের রিসার্চ ফ্লোর পুরো অন্ধকার। কেউ নেই। ওপরের তলায় অফিস গমগম করছে, আর নীচে ল্যাব ছমছম করছে। ভালো, উল্টোপাল্টা কিছু হলে সাক্ষী থাকবে না।
‘উল্টোপাল্টা কিছু’ ভাবতেই তলপেটে কেমন করে উঠল।
আমার সিকিউরিটি কার্ড পাঞ্চ করে দরজা খুলে ভেতরে ঢুকলাম। সটান ল্যাবের কোনায় গিয়ে যে বীকারে রেডি সল্যুশন রাখা থাকে, সেটায় হামলা! তবে অল্প, অল্প… সাবধান। এবারে মাথা ঠাণ্ডা করে চলতে হবে। দুটো ফর্মুলা মিলিয়ে মাত্র আধ টেস্টটিউব ভরলাম এবার।
ডেন-এ গিয়ে সুগারফ্রী-র একটাই বড়ি ফেললাম টিউবে। বুড়ো আঙ্গুল দিয়ে মুখটা চেপে ধরে বারকতক ঝাঁকাতেই সেই ব্রিলিয়ান্ট কমলা রঙ চলে এল। বাহ!
দেরী না করে আমার ‘সেক্স ককটেল’ ঢেলে দিলাম গলায়। আজ আরো ভালো টেস্ট লাগছে।
তারপর…
চুপচাপ বসে আছি… আছি...। পাঁচ মিনিট গেল। দশ মিনিট।
ডোজটা কী খুব কম হয়ে গেল না কী?
আবার একটু বানাব?
আর অল্প একটু? বেশি না?
সাহস হচ্ছে না। যদি রাস্তায় বাড়াবাড়ি হয়ে যায়, আজ আর জ্যান্ত ফিরতে হবে না।
মিনিট কুড়ি বাদেও যখন কিছুই হল না, মনে মনে নিজেকে নিজে গালাগাল দিতে দিতে উঠে পড়লাম। আজকের টেস্ট ফেলিওর। সে যাকগে, ওটা নতুন কিছু নয় আমার কাছে - ব্যর্থ ফলও একটা ফল বৈকি। যেমন আজকের গবেষণার থেকে এটা জানা গেল যে আমার সেক্স ককটেল অল্পমাত্রায় কাজ করে না - অন্তত ছ’সাত মিলিলিটারের বেশী দরকার। কাল দেখব আবার চেষ্টা করে ঠিক কী ডোজ কাজ করে।
যাই বলি না কেন, নিজের মনের কাছ থেকে লুকোতে পারব কেন। আশাভঙ্গের গোমড়া মুখ নিয়ে উঠে এলাম বাড়ি যাবার পথে।
‘উল্টোপাল্টা কিছু’ ভাবতেই তলপেটে কেমন করে উঠল।
আমার সিকিউরিটি কার্ড পাঞ্চ করে দরজা খুলে ভেতরে ঢুকলাম। সটান ল্যাবের কোনায় গিয়ে যে বীকারে রেডি সল্যুশন রাখা থাকে, সেটায় হামলা! তবে অল্প, অল্প… সাবধান। এবারে মাথা ঠাণ্ডা করে চলতে হবে। দুটো ফর্মুলা মিলিয়ে মাত্র আধ টেস্টটিউব ভরলাম এবার।
ডেন-এ গিয়ে সুগারফ্রী-র একটাই বড়ি ফেললাম টিউবে। বুড়ো আঙ্গুল দিয়ে মুখটা চেপে ধরে বারকতক ঝাঁকাতেই সেই ব্রিলিয়ান্ট কমলা রঙ চলে এল। বাহ!
দেরী না করে আমার ‘সেক্স ককটেল’ ঢেলে দিলাম গলায়। আজ আরো ভালো টেস্ট লাগছে।
তারপর…
চুপচাপ বসে আছি… আছি...। পাঁচ মিনিট গেল। দশ মিনিট।
ডোজটা কী খুব কম হয়ে গেল না কী?
আবার একটু বানাব?
আর অল্প একটু? বেশি না?
সাহস হচ্ছে না। যদি রাস্তায় বাড়াবাড়ি হয়ে যায়, আজ আর জ্যান্ত ফিরতে হবে না।
মিনিট কুড়ি বাদেও যখন কিছুই হল না, মনে মনে নিজেকে নিজে গালাগাল দিতে দিতে উঠে পড়লাম। আজকের টেস্ট ফেলিওর। সে যাকগে, ওটা নতুন কিছু নয় আমার কাছে - ব্যর্থ ফলও একটা ফল বৈকি। যেমন আজকের গবেষণার থেকে এটা জানা গেল যে আমার সেক্স ককটেল অল্পমাত্রায় কাজ করে না - অন্তত ছ’সাত মিলিলিটারের বেশী দরকার। কাল দেখব আবার চেষ্টা করে ঠিক কী ডোজ কাজ করে।
যাই বলি না কেন, নিজের মনের কাছ থেকে লুকোতে পারব কেন। আশাভঙ্গের গোমড়া মুখ নিয়ে উঠে এলাম বাড়ি যাবার পথে।