12-03-2022, 10:41 PM
১৯ রাস্তা - বাবান
তপ্ত উজ্জ্বল স্থানের মাঝে হারিয়ে রাস্তা খোঁজে পথিক
কোন রাস্তা ভুলের পথে আর কোন রাস্তা সঠিক?
কোন রাস্তা তাকে দেবে দুঃখের ঠিকানা?
কোন রাস্তায় গেলে পরে হারাবে জানেনা
কোন রাস্তা মেটাবে ক্ষিদে... কোন রাস্তা তেষ্টা ?
কোন রাস্তায় গেলে পরে সেই প্রাণ হারাবে শেষটা?
হাঁটতে হাঁটতে হাঁপিয়ে পথিক খুঁজে পেলো জীবন
দূরে যেন সূর্য আলোয় উজ্জ্বল সেই আবরণ
পানি খুঁজে পেয়েছ পথিক এতক্ষনে হায়রে
আনন্দেতে পথিক উঠে টলতে টলতে যায়রে
কিছু এগোতেই আরেক চমক... এক দারুন সুন্দরী
নগ্ন শরীর রূপ যে আগুন স্তন আহা একটু যদি ধরি
হাসছে সেজে আর ডাকছে পথিক
কোনটা সঠিক আর কোনটা বেঠিক?
কোনটা সত্যিই কোনটি নকল
কে জানে হয়তো ওই তরলই গরল
কিন্তু ওই নারী তো আসল
আহ্হ্হঃ যেন কামসুখের চরম ফসল
এর সান্নিধ্যে জীবন সফল
এ যেন এক রতিমূর্তি
যদি জোড়া যায় একটু ফুর্তি
গায়েব যেন সব তেষ্টা
তবে ভালোই হবে শেষটা
এগিয়ে গেলো পথিক সামনে
দূরে ফেলে ওই তরল গুলো
পথিক ঝেরে ফেললো গায়ের ধুলো
কাম সুন্দরী ডাকছে তাকে
হাতটি নেড়ে ইশারাতে
আসছে পথিক অস্ত্র নিয়ে
সুখ মেটাবে তরোয়াল দিয়ে
কাছে এগোতেই সব যে শুন্য
কোথায় সুন্দরী? সেই ক্ষিদে বন্য?
হায়রে লোভী মাংস প্রেমী
গুলিয়ে ফেললি কোনটা দামি?
কোন খিদাটা আপন ছিল
কোন খিদাটা বেছে নিলি?
মরীচিকা হলেও পরে
পেটের টানে এগিয়ে যেতি
কিন্তু বোকা পথিক ওরে
দিলি নজর মাংসের প্রতি?
পড়ে গেলো পথিক হটাৎ
হাসতে হাসতে সে কুপোকাত
মরতে মরতেও সে বুঝলো যে দাম
ক্ষিদে আগে নাকি আগে সেই কাম
#বাবান
তপ্ত উজ্জ্বল স্থানের মাঝে হারিয়ে রাস্তা খোঁজে পথিক
কোন রাস্তা ভুলের পথে আর কোন রাস্তা সঠিক?
কোন রাস্তা তাকে দেবে দুঃখের ঠিকানা?
কোন রাস্তায় গেলে পরে হারাবে জানেনা
কোন রাস্তা মেটাবে ক্ষিদে... কোন রাস্তা তেষ্টা ?
কোন রাস্তায় গেলে পরে সেই প্রাণ হারাবে শেষটা?
হাঁটতে হাঁটতে হাঁপিয়ে পথিক খুঁজে পেলো জীবন
দূরে যেন সূর্য আলোয় উজ্জ্বল সেই আবরণ
পানি খুঁজে পেয়েছ পথিক এতক্ষনে হায়রে
আনন্দেতে পথিক উঠে টলতে টলতে যায়রে
কিছু এগোতেই আরেক চমক... এক দারুন সুন্দরী
নগ্ন শরীর রূপ যে আগুন স্তন আহা একটু যদি ধরি
হাসছে সেজে আর ডাকছে পথিক
কোনটা সঠিক আর কোনটা বেঠিক?
কোনটা সত্যিই কোনটি নকল
কে জানে হয়তো ওই তরলই গরল
কিন্তু ওই নারী তো আসল
আহ্হ্হঃ যেন কামসুখের চরম ফসল
এর সান্নিধ্যে জীবন সফল
এ যেন এক রতিমূর্তি
যদি জোড়া যায় একটু ফুর্তি
গায়েব যেন সব তেষ্টা
তবে ভালোই হবে শেষটা
এগিয়ে গেলো পথিক সামনে
দূরে ফেলে ওই তরল গুলো
পথিক ঝেরে ফেললো গায়ের ধুলো
কাম সুন্দরী ডাকছে তাকে
হাতটি নেড়ে ইশারাতে
আসছে পথিক অস্ত্র নিয়ে
সুখ মেটাবে তরোয়াল দিয়ে
কাছে এগোতেই সব যে শুন্য
কোথায় সুন্দরী? সেই ক্ষিদে বন্য?
হায়রে লোভী মাংস প্রেমী
গুলিয়ে ফেললি কোনটা দামি?
কোন খিদাটা আপন ছিল
কোন খিদাটা বেছে নিলি?
মরীচিকা হলেও পরে
পেটের টানে এগিয়ে যেতি
কিন্তু বোকা পথিক ওরে
দিলি নজর মাংসের প্রতি?
পড়ে গেলো পথিক হটাৎ
হাসতে হাসতে সে কুপোকাত
মরতে মরতেও সে বুঝলো যে দাম
ক্ষিদে আগে নাকি আগে সেই কাম
#বাবান