12-03-2022, 03:49 PM
(12-03-2022, 03:35 PM)bourses Wrote: তুমি না চাইলেও দেখবো আমি
বৃষ্টি শেষে পরিষ্কার এক আকাশ,
সুখ দুঃখ মিশ্রিত আবহাওয়ায়
একটুকরো অভিমানের অবকাশ।
নির্জন শহরের বুকে প্রত্যাশী হৃদয়
সাজানো স্মৃতির মলাটে নীল খাম,
তোমার স্বপ্ন প্রশ্নাতীত কল্পনা দেশে
প্রেম অভিধানে দেয়নি কোনো দাম।
বিভ্রাটের বিষাদ উন্মোচন শেষে
শান্ত বেলাভূমির শিরোনামে তুমি,
মিশে যাচ্ছে পিছনে রাখা বিকেলে
আর্ত ধূসর স্মৃতির ধূ ধূ মরুভূমি।
আমি যে চালচুলোহীন বাউন্ডুলে
অগ্নিশিখার মত উগ্র ভীষণ ক্ষোভে,
সেই মানুষই শান্ত আকস্মিক যেন
তোমার পৃথিবীতে যাওয়ার লোভে।
অবশেষে হারিয়ে গেলো যুদ্ধশেষে
সকল চাওয়া পাওয়ার হিসেব ছেড়ে,
দুটো পৃথিবীর পৃথক যাত্রার পথে
দূরত্বের বেড়াজালের কাছে হেরে।।
ভুলে যেতে চেয়েছিলাম এ গল্পটাকে ...
সেই তুমি আবার সামনে নিয়ে এলে !!