Thread Rating:
  • 36 Vote(s) - 3.19 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Thriller পরিবর্তন --- mblanc
#66
হুমম। আমার কপালে খাঁজ পড়ল।

ঠিক এরকমটা আশা করিনি। আমার কমপিউটারের বক্তব্য হল এই; সাধারণতঃ দুটো ফর্মুলা মেশে না ঠিকই। কিন্তু সুগারফ্রী- একটা উপাদান, দুটোর মাঝে অনুঘটক হিসেবে কাজ করছে, আর একটা এমন নতুন যৌগ তৈরী করছে যেটা যেটার নাম আমার কম্পিউটারের ডাটাবেসে নেই। পরে ইন্টারনেটে খুঁজে দেখব অবিশ্যি, কিন্তু আমার মন বলছে জিনিস আজ ইস্তক অজানা। কারণ আমি ধরনের পরমাণু-বিন্যাস বাপের জন্মে দেখিনি।

কেন দেখিনি, তার কারণটাও একটু পরেই বুঝতে পারলাম। কম্পিউটারের রিপোর্টের ল্যাজে ছোট করে একটা নোট ফুটে উঠেছে। বলছে, নতুন যৌগটি রসায়নের স্বাভাবিক ধর্ম অনুযায়ী আনস্টেবল - খুব বেশী হলে চার-পাঁচ মিনিট মাত্র ওটা থাকে, আর তার পরেই অন্য তিনটে স্টেবল অণুতে ভেঙ্গে যায়। টেনশনের কথা হল, তিনটে স্বাভাবিক রাসায়নিকের মধ্যে দুটি অতি বিষাক্ত - আমার চেনা; মাসতিনেক আগে ফর্মুলা বি-১০ বাতিল করতে হয়েছিল কারণ এগুলো চলে আসছিল এন্ড সলিউশনের মধ্যে।

তাহলে ব্যাপারটা এই দাঁড়াল যে সেক্স ককটেল চার-পাঁচ মিনিটের বেশী জুড়োতে দেওয়া যাবে না। দেরী করলেই সে ককটেল রীতিমত বিষ হয়ে উঠবে।

হটাৎ একটা কথা ভেবে মনটা বেশ ফুরফুরে হয়ে উঠল। ওষুধ তা হলে কারখানায় তৈরী করা যাবে না। এটা আমার একান্ত নিজস্ব ওষুধ! আর এর সুফল হোক বা কুফল, সবই আমার নিজের ওপর দিয়েই যাবে।

দূর, কীসব উল্টোপাল্টা ভাবছি! আমি আর ওষুধ খাবোই না তো সুফল-কুফলের কথা উঠছে কোথা থেকে।

অবিশ্যি আমাকে নিজের কাছে স্বীকার করতে হল যে এখনো পর্যন্ত কুফলের চাইতে সুফলই বেশী পেয়েছি। দীপালির ওপর পাশবিক ব্যবহার করেছি বটে, কিন্তু তার আসলে ভালোই লেগেছে (যেটা আমার কাছে একটা রহস্য) আর আমি মানে, অন্য লোকটা কেমন এনজয় করেছিল সেই সময়টা? বলছি বটে অন্য লোক, কিন্তু আমার পরিষ্কারভাবে মনে পড়ছে কেমন লেগেছিল। আহহহ

পাজামার দড়ি খুলে আমার পেনিসটাকে বাইরে নিয়ে এলাম। শক্ত হয়ে গেছে কিন্তু সেই সাইজ কী হল? ওটাও কী টেম্পোরারি ছিল?

নিশ্চয়ই তাই। আহা রে, কী অসাধারণ আকার নিয়েছিল জিনিসটা। সে জিনিস শুধু পর্নো ছবিতেই দেখা যায়।

আর একবার যদি হত

কিন্তু আবার যদি নিজেকে হারিয়ে ফেলি? এবার যদি সামনে অন্য কোন মেয়ে থাকে? কোন স্বাভাবিক মেয়ে, দীপালির মত হাফ-ম্যাড স্পেসিমেন নয়? যদি রাস্তাঘাটে বেরিয়ে কিছু করে ফেলে অন্য লোকটা?

না, না, যদি বেশী ডোজ না খাই তা হলে নিশ্চয় নিজের ওপর কন্ট্রোল রাখতে পারব। কিন্তু কম ডোজ খেলে ওষুধটা কাজই করবে না হয়তো।

অল্প একটু নিশ্চয় করবে। কিছু তো পরিবর্তন দেখা যাবে।

বেশী খাব না। অল্প একটু।

আর অল্প চেঞ্জ ভালোভাবে পর্যবেক্ষণ করে, নোটও লিখতে পারব। আফটার অল, আমি বিজ্ঞানী। পর্যবেক্ষণ করাই তো আমার কাজ।

সামান্য চাখব মাত্র।

ধড়ফড় করে উঠে তাড়াতাড়ি ধড়াচূড়া পালটে বেরিয়ে পড়লাম। শরীরের মধ্যে এক অদ্ভুত অনুভূতি কিসের যেন টান। বড় ফাঁকা ফাঁকা, যেন জলতেষ্টা, কিন্তু খিদের মত। না, তাও নয়। যাচ্চলে, আমি কি অ্যাডিকটেড হয়ে পড়লাম না কি? নিকুচি করেছে, আগে আমাকে আর একবার টেস্ট করতেই হবে।

একটুখানি, বেশী না।
[+] 9 users Like ddey333's post
Like Reply


Messages In This Thread
পরিবর্তন --- mblanc - by ddey333 - 25-12-2021, 10:03 AM
RE: পরিবর্তন --- mblanc - by ddey333 - 12-03-2022, 02:39 PM



Users browsing this thread: 1 Guest(s)