12-03-2022, 09:43 AM
৫ - অ্যানালাইসিস
বাড়ি গিয়ে স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম। অনু ঘরে ছিল না - আবার ওই ‘বান্ধবী’দের ওখানে গিয়ে থাকবে আর কী। ঘুম ভাঙতে ভাঙতে বিকেল হয়ে গেল।
কিছু স্ন্যাকস আর চা নিয়ে ঘরের কমপিউটারে বসলাম। ফর্মুলার ব্যাপারটা ভেবে দেখতে হবে। আমার রিসার্চের সমস্ত ডাটাই আমার ঘরের সিস্টেমে রাখা আছে ব্যাক-আপ হিসেবে। যদিও কাজটা কোম্পানির রেগুলেশন অনুযায়ী বেআইনি, কিন্তু আমি মাঝে মধ্যেই ছুটির দিনে ঘরে বসেই বেশ কিছুটা কাজ আগিয়ে দিয়ে থাকি - যে সমস্ত কাজে ল্যাবের যন্ত্রপাতি লাগে না আর কি।
দুটো উইন্ডো খুলে পাশাপাশি রাখলাম। একটায় ফর্মুলা-৪৮, অন্যটায় ফর্মুলা বি-১১ খুলেছি।
দুটোর মধ্যে কোন সিমিলারিটিই চোখে পড়ছে না। এত ভালোভাবে মিশল কী ভাবে?
অথবা এমনটাও হতে পারে যে, প্রথমে কোন রিয়্যাকশনই হয় নি। পরে যে কৃত্রিম চিনিটা ঢেলেছিলাম, সেটাই কিছু করেছে? তৃতীয় একটা উইন্ডো খুলে তাতে পর পর এন্ট্রি করলাম সুগারফ্রী-র উপাদানগুলো। মোটামুটিভাবে কতখানি ঢেলেছিলাম, তাও দিলাম। তারপর আমার পোষা বায়োকেমিস্ট্রি সফটওয়্যারটাকে নির্দেশ দিলাম, এই তিনটে জিনিসকে স্বাভাবিক তাপমাত্রায় মেশালে কী কী রাসায়নিক বিক্রিয়া সম্ভব।
বেশ একটু সময় লাগবে। যাই আর এককাপ চা করে নিয়ে আসি গিয়ে।
কেটলি বসাতে গিয়ে অসাবধানে একটু ছ্যাঁকা খেলাম। আসলে অন্যমনস্ক ছিলাম; সেদিনকার স্বপ্নটার কথা মনে পড়ে যাচ্ছিল। সুজাতার সম্বন্ধে এমন অদ্ভুত স্বপ্ন! ওকে কখনো খারাপ চোখে দেখিনি; ইদানীং একটু বরং বাৎসল্যস্নেহই তৈরী হয়েছে ওর ওপর। তা সত্ত্বেও আমার অবচেতন মন কেন এমন স্বপ্ন দেখায়? হতে পারে মেয়ের প্রতি টান আর মায়ের প্রতি টানের মধ্যে বেসিক্যালি খুব একটা ফারাক নেই। আমি কি করে জানব। আমার তো মেয়ে নেই। ছেলেও নেই। কোনদিন হবে বলে মনেও হয় না, অনুর সহযোগিতা না থাকলে।
হয়তো অন্য কারোর ঔরসে অনুর সন্তান আমি পালন করতেও পারতাম। সামাজিক লজ্জার মধ্যে না পড়লেই হল। কিন্তু অনু তো সে রাস্তাও রাখেনি।
চা নিয়ে ফিরে এসে দেখি প্রেডিকটিভ অ্যানালিসিসটা হয়ে গেছে। দেখি কী করল?
বাড়ি গিয়ে স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম। অনু ঘরে ছিল না - আবার ওই ‘বান্ধবী’দের ওখানে গিয়ে থাকবে আর কী। ঘুম ভাঙতে ভাঙতে বিকেল হয়ে গেল।
কিছু স্ন্যাকস আর চা নিয়ে ঘরের কমপিউটারে বসলাম। ফর্মুলার ব্যাপারটা ভেবে দেখতে হবে। আমার রিসার্চের সমস্ত ডাটাই আমার ঘরের সিস্টেমে রাখা আছে ব্যাক-আপ হিসেবে। যদিও কাজটা কোম্পানির রেগুলেশন অনুযায়ী বেআইনি, কিন্তু আমি মাঝে মধ্যেই ছুটির দিনে ঘরে বসেই বেশ কিছুটা কাজ আগিয়ে দিয়ে থাকি - যে সমস্ত কাজে ল্যাবের যন্ত্রপাতি লাগে না আর কি।
দুটো উইন্ডো খুলে পাশাপাশি রাখলাম। একটায় ফর্মুলা-৪৮, অন্যটায় ফর্মুলা বি-১১ খুলেছি।
দুটোর মধ্যে কোন সিমিলারিটিই চোখে পড়ছে না। এত ভালোভাবে মিশল কী ভাবে?
অথবা এমনটাও হতে পারে যে, প্রথমে কোন রিয়্যাকশনই হয় নি। পরে যে কৃত্রিম চিনিটা ঢেলেছিলাম, সেটাই কিছু করেছে? তৃতীয় একটা উইন্ডো খুলে তাতে পর পর এন্ট্রি করলাম সুগারফ্রী-র উপাদানগুলো। মোটামুটিভাবে কতখানি ঢেলেছিলাম, তাও দিলাম। তারপর আমার পোষা বায়োকেমিস্ট্রি সফটওয়্যারটাকে নির্দেশ দিলাম, এই তিনটে জিনিসকে স্বাভাবিক তাপমাত্রায় মেশালে কী কী রাসায়নিক বিক্রিয়া সম্ভব।
বেশ একটু সময় লাগবে। যাই আর এককাপ চা করে নিয়ে আসি গিয়ে।
কেটলি বসাতে গিয়ে অসাবধানে একটু ছ্যাঁকা খেলাম। আসলে অন্যমনস্ক ছিলাম; সেদিনকার স্বপ্নটার কথা মনে পড়ে যাচ্ছিল। সুজাতার সম্বন্ধে এমন অদ্ভুত স্বপ্ন! ওকে কখনো খারাপ চোখে দেখিনি; ইদানীং একটু বরং বাৎসল্যস্নেহই তৈরী হয়েছে ওর ওপর। তা সত্ত্বেও আমার অবচেতন মন কেন এমন স্বপ্ন দেখায়? হতে পারে মেয়ের প্রতি টান আর মায়ের প্রতি টানের মধ্যে বেসিক্যালি খুব একটা ফারাক নেই। আমি কি করে জানব। আমার তো মেয়ে নেই। ছেলেও নেই। কোনদিন হবে বলে মনেও হয় না, অনুর সহযোগিতা না থাকলে।
হয়তো অন্য কারোর ঔরসে অনুর সন্তান আমি পালন করতেও পারতাম। সামাজিক লজ্জার মধ্যে না পড়লেই হল। কিন্তু অনু তো সে রাস্তাও রাখেনি।
চা নিয়ে ফিরে এসে দেখি প্রেডিকটিভ অ্যানালিসিসটা হয়ে গেছে। দেখি কী করল?