10-03-2022, 09:53 AM
বেশ বুঝতে পারছি, আমি তালেগোলে একটা আবার মিরাকল ওষুধ আবিষ্কার করে ফেলেছি। চার বছর আগের মতো। এ ওষুধ যুগান্তকারী! আমাদের কোম্পানিকে মাইক্রোসফটের মত একচেটিয়া করে দিতে পারে এ ফর্মুলা! বাজারে আগুন ছড়িয়ে দেবে এ ওষুধ, কত মানুষ যাদের জীবন পাথর হয়ে গেছে অক্ষমতার জন্য, তাদের মুখে হাসি ফোটাবে…
কিন্তু কি দামে? কাল আমি এ ফর্মুলা খেয়ে জানোয়ার হয়ে যাইনি? এর জন্য ;.,ের সংখ্যা হাজার গুণ বেড়ে যাবে।
না। ঐ মানসিক সাইড-এফেক্টটা দূর না করা অবধি এ ওষুধ বাজারে ছাড়া যাবে না।
বেলুন চুপসে যেতে যেতে আরো বুঝতে পারলাম, আমি এর কথা কাউকে বলতে পর্যন্ত পারব না এখন। কারণ আমার কোম্পানির কানে কথাটা কোন রকমভাবে উঠলেই তারা চেষ্টা করবে এটাকে এভাবেই মার্কেট করবার - শ্রীনিবাসন এখন মরিয়া। সুতরাং এবিষয়ে আমাকে গবেষণা সম্পূর্ণভাবে একাই চালাতে হবে।
আর দীপালি? তাকে কিভাবে হ্যান্ডল করব?
- “গুড মর্নিং ডক্টর! এখানে বসতে পারি?”
ওহমাইগড। শয়তান কা নাম লিয়া তো…
কিন্তু কি দামে? কাল আমি এ ফর্মুলা খেয়ে জানোয়ার হয়ে যাইনি? এর জন্য ;.,ের সংখ্যা হাজার গুণ বেড়ে যাবে।
না। ঐ মানসিক সাইড-এফেক্টটা দূর না করা অবধি এ ওষুধ বাজারে ছাড়া যাবে না।
বেলুন চুপসে যেতে যেতে আরো বুঝতে পারলাম, আমি এর কথা কাউকে বলতে পর্যন্ত পারব না এখন। কারণ আমার কোম্পানির কানে কথাটা কোন রকমভাবে উঠলেই তারা চেষ্টা করবে এটাকে এভাবেই মার্কেট করবার - শ্রীনিবাসন এখন মরিয়া। সুতরাং এবিষয়ে আমাকে গবেষণা সম্পূর্ণভাবে একাই চালাতে হবে।
আর দীপালি? তাকে কিভাবে হ্যান্ডল করব?
- “গুড মর্নিং ডক্টর! এখানে বসতে পারি?”
ওহমাইগড। শয়তান কা নাম লিয়া তো…