08-03-2022, 05:17 PM
(05-03-2022, 04:07 PM)Baban Wrote:
চন্দ্র সম্পর্কে তোমার বিবরণ মাধ্যমে যত জানছি ততই অবাক হচ্ছি..... তার কর্ম নিপুনতা, সব দৃষ্টিভঙ্গি, মমতাময়ী রূপ... আবার রতিমূর্তি..... সব মিলে তাকে সকলের থেকে পৃথক করে। যেমন শেষ পড়বে বর্ণিত তার অন্য এক রূপ... তেমনি তার ভেতরের শরীরের বীভৎস চাহিদা.... যেটা সে পেয়েছে তার মা, তার পিতা আর জমিদার রক্ত থেকে।
তাই আমার কাছে চন্দ্র নারী হয়েও এক পুরুষ যে অন্য নারীকে কামসুখ দিতে সক্ষম.. আবার এমন এক নারী যে ছেলেকে পুরুষে রূপান্তরিত করতে পারে। আর নায়িকা রূপ সম্পর্কে তো বলারই নেই কিছু।
বলেছিলাম চন্দ্র ম্যাডাম আর এই গল্পের জন্য আমার প্রিয় অঙ্কন গুলোর মধ্যে একটি অঙ্কন উপহার দেবো... সেটাই দিলাম -
গল্প - চন্দ্রকান্তালেখক- boursesপ্রচ্ছদ - বাবান
অসাধারন হয়েছে বাবান... তোমার এই ছবি আসল জনও দেখেছে... দেখে খুব খুশিও হয়েছে সেই খবরটা তোমায় দিতে পারি... আর বলেছে এটাকে এই গল্পের প্রথমে পোস্ট করে দিতে... অতএব বুঝতেই পারছ, হুকুম যখন এসেছে, তখন তা পালন তো করতেই হবে আমায়...