08-03-2022, 02:51 PM
(08-03-2022, 12:09 PM)Avishek Wrote: দাদা কিসব দিচ্ছেন উফফফ | একদিকে গল্পের আকারে আবার ছড়ার মাধ্যমেও | বৌমা রক্সকে টেক্কা দেবে এটা | এইভাবে মিলিয়ে লেখা সেটা কত শক্ত সেটা ভাবি.. দেখে যতই সোজা মনে হোক |
দাদা এবার আবার আরেকটা বড়ো গল্প কি শুরু করতে পারেন না? সেই পুরোনো বাবান স্টাইলে?
প্রথমত অনেক ধন্যবাদ ♥️♥️
হ্যা.. এই ছন্দ মিলিয়ে লেখা সত্যিই একটা কাজ বটে
আমারও ইচ্ছে করে সেই পুরোনো ফর্মে গিয়ে বড়ো গল্প লিখি.. কিন্তু কি বলুনতো... এখন চাইলেই হুট্ করে একটা ফালতু বিষয় নিয়ে লেখা যাবেনা.... সেই বিষয়টাও একটু অন্য রকম হলে ভালো... যদিও ভেতরে সেই আদিম রিপুই বিরাজমান কিন্তু সেটি সবার সম্মুখে নতুন ভাবে আনটাই আসল যেটা আমি সর্বদা চেষ্টা করে এসেছি। কিন্তু সাথে সেই সময়টাও দিতে হবে..... এখন বড়ো গল্প লেখা হয়ে উঠছেনা... তাই এই অণু রসের গল্প ছাড়ছি..... দেখি... ভালো কিছু পেলে লিখবো।