08-03-2022, 10:14 AM
- হ্যালো?”
- “আজকে কী বাড়ি আসা হবে?”
- “মানে, ঠিক বলতে পারছি না।”
- “তা আজকে কার ঘরে থাকবে? ওই দীপালি মাগীর ঘরেই না কী?”
- “অ্যাঁ?! ক-কী বলতে চাইছ? দীপালির কথা উঠছে কেন এর মধ্যে? আমি তো ল্যাবেই ছিলাম, যেমন থাকি!”
- “থাক থাক। আর সিনেমা করতে হবে না। আমি যেন কিছু বুঝি না, না! রাতে ল্যাবে কাজ ছিল তোমার, আর ঐ মাগী সেটা ফোন করে জানাচ্ছে - আমি কচি খুকি, না? আবার কি দরদ, বলে কিনা, ‘ডক্টর অনেক রাত পর্যন্ত কাজ করেছেন, একটু বেলা করে ফোন করবেন!’ মরে যাই! কী কাজ কিছু বোঝতে বাকি আছে আমার? ছী ছি ছি ছিছিছি! শেষপর্যন্ত এই…”
ফোনটা কেটে দিলাম।
তাহলে দীপালি একচুয়ালি ফোন করে বাড়িতে বলেছে যে আমি কাজে ব্যস্ত? আর… আমার ঘুমের সম্বন্ধে কেয়ার নিয়েছে? কেন?
আজকাল অনেক কিছুই মাথার ওপর দিয়ে যাচ্ছে। বয়েস হয়ে গেল এত তাড়াতাড়ি?
মোবাইলটায় দেখি তিনটে মেসেজ পড়ে আছে। একটা অ্যাড, একটা কার একটা পাঠানো জোকস, আর… শেষেরটা… দীপালির??!
ওর পার্সোনাল নাম্বার তো আমার কাছে সেভ করাই ছিল না। তবে কি ও-ই নাম্বারটা সেভ করেছে নাম দিয়ে, তারপর মেসেজ পাঠিয়েছে? পড়ে দেখি কি মেসেজ।
Plz dnt go. I’ll come bck ltr. Plz dnt run.
অ্যাট লিস্ট, এটা নিশ্চিত হওয়া গেল যে দীপালির আমায় পুলিশে দেবার কোন ইচ্ছা নেই… অন্তত এখনো। না হলে পরে ফিরে আসছি বলত না। আর প্লীজ বলা তো প্রশ্নেরই বাইরে। কিন্তু… কী গেম খেলতে চাইছে দীপালি? ফর গড’স সেক, আমি ওকে রেপ করেছি!!
করেছি তো সত্যি? না কি সে পার্টটাও ওষুধের এফেক্ট ছিল?
না না, তা হলে এরকম লিখত না।
নাকি আমি এখনো স্বপ্ন দেখছি? হয়তো কোমার মধ্যে?
না! আমি আর ভাবতে পারলাম না। ঐ পথে গেলে উন্মাদ হয়ে পড়া নিশ্চিত, স্কিজোফ্রেনিয়ার সাধারণ লক্ষণ এগুলোই। আমি - এভাবে - ভাবতে - রাজি - নই!
আমাকে বেরোতে হবে এই চারদেওয়ালের গণ্ডী কাটিয়ে - আমি এখানে পাগল হয়ে যাব!
- “আজকে কী বাড়ি আসা হবে?”
- “মানে, ঠিক বলতে পারছি না।”
- “তা আজকে কার ঘরে থাকবে? ওই দীপালি মাগীর ঘরেই না কী?”
- “অ্যাঁ?! ক-কী বলতে চাইছ? দীপালির কথা উঠছে কেন এর মধ্যে? আমি তো ল্যাবেই ছিলাম, যেমন থাকি!”
- “থাক থাক। আর সিনেমা করতে হবে না। আমি যেন কিছু বুঝি না, না! রাতে ল্যাবে কাজ ছিল তোমার, আর ঐ মাগী সেটা ফোন করে জানাচ্ছে - আমি কচি খুকি, না? আবার কি দরদ, বলে কিনা, ‘ডক্টর অনেক রাত পর্যন্ত কাজ করেছেন, একটু বেলা করে ফোন করবেন!’ মরে যাই! কী কাজ কিছু বোঝতে বাকি আছে আমার? ছী ছি ছি ছিছিছি! শেষপর্যন্ত এই…”
ফোনটা কেটে দিলাম।
তাহলে দীপালি একচুয়ালি ফোন করে বাড়িতে বলেছে যে আমি কাজে ব্যস্ত? আর… আমার ঘুমের সম্বন্ধে কেয়ার নিয়েছে? কেন?
আজকাল অনেক কিছুই মাথার ওপর দিয়ে যাচ্ছে। বয়েস হয়ে গেল এত তাড়াতাড়ি?
মোবাইলটায় দেখি তিনটে মেসেজ পড়ে আছে। একটা অ্যাড, একটা কার একটা পাঠানো জোকস, আর… শেষেরটা… দীপালির??!
ওর পার্সোনাল নাম্বার তো আমার কাছে সেভ করাই ছিল না। তবে কি ও-ই নাম্বারটা সেভ করেছে নাম দিয়ে, তারপর মেসেজ পাঠিয়েছে? পড়ে দেখি কি মেসেজ।
Plz dnt go. I’ll come bck ltr. Plz dnt run.
অ্যাট লিস্ট, এটা নিশ্চিত হওয়া গেল যে দীপালির আমায় পুলিশে দেবার কোন ইচ্ছা নেই… অন্তত এখনো। না হলে পরে ফিরে আসছি বলত না। আর প্লীজ বলা তো প্রশ্নেরই বাইরে। কিন্তু… কী গেম খেলতে চাইছে দীপালি? ফর গড’স সেক, আমি ওকে রেপ করেছি!!
করেছি তো সত্যি? না কি সে পার্টটাও ওষুধের এফেক্ট ছিল?
না না, তা হলে এরকম লিখত না।
নাকি আমি এখনো স্বপ্ন দেখছি? হয়তো কোমার মধ্যে?
না! আমি আর ভাবতে পারলাম না। ঐ পথে গেলে উন্মাদ হয়ে পড়া নিশ্চিত, স্কিজোফ্রেনিয়ার সাধারণ লক্ষণ এগুলোই। আমি - এভাবে - ভাবতে - রাজি - নই!
আমাকে বেরোতে হবে এই চারদেওয়ালের গণ্ডী কাটিয়ে - আমি এখানে পাগল হয়ে যাব!