Thread Rating:
  • 114 Vote(s) - 2.66 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
কিছু মনের সত্যি কথা
দাম্পত্য ---



এক ছুটির সন্ধ্যায় স্ত্রী বলছিল স্বামী কে,
আমার অনেক কিছু
বলার থাকে তোমাকে
হয়ে ওঠেনা বলা তোমাকে,
আর সব কিছু থাকেও না মনে
আসলে তুমি ফেরো অফিস থেকে
ক্লান্ত হয়ে,
আমিও ক্লান্ত সারাদিন ঘর সামলে
আমাদের বিয়ের বয়স পনেরো বছর  হয়ে গেছে
এখন থেকে আমি তুমি 
দুজনে মিলে লিখব ,
আমাদের অভিযোগের কথা এক  ডায়েরীতে
এখন থেকে ঠিক একটা বছর পরে,
তোমার ডায়েরী পড়ব আমি,
আমার ভুল জানতে
আমার ডায়েরী পড়বে তুমি,
তোমার ভুল জানতে
এরপর দুজনে দুজনের ভুল নেবো শুধরে 
স্বামী হেসে , মত দেয়  তাতে
ঠিক এক বছর পরে এক সন্ধ্যাতে,
স্ত্রী দেয় তুলে ডায়েরী স্বামীর হাতে
লেখা আছে তাতে----
সিনেমায় নিয়ে যাবে বলেও,
ফেরোনি সঠিক সময়ে
আমার জন্মদিনে যে শাড়ি টা এনেছিলে,
তার ডিজাইনটা ছিল পুরানো দিনের
বাপের বাড়ি থেকে যখন এসেছিল ভাইয়েরা 
তোমার আচরণ ছিল না ঠিক তাদের সাথে
সেদিন রাতে মাথাটা ধরেছিল বলে,
বলেছিলাম একটু টিপে দিতে,
ক্লান্ত বলে দাওনি টিপে
এমনি নানা ছোটো ছোটো
অভিযোগ ডায়েরীতে পড়ে,
স্বামীর চোখ জলে ভরে ওঠে
সে স্ত্রীকে বলে,
করবো চেষ্টা ভুল না করতে
এবার স্ত্রী স্বামীর লেখা
ডায়েরী পড়া শুরু করে
প্রথম থেকে একশ পাতা,
কিছুই লেখা নেই সেখানে
স্ত্রী রেগে গিয়ে বলে,
একটা কাজ বলেছিলাম এত বছরে,
সেটাও করোনি তুমি একটু ধৈর্য্য ধরে
স্বামী হেসে বলে,
শেষ পাতাতে সব লেখা আছে
স্ত্রী শেষ পাতা পড়া শুরু করে
তাতে লেখা আছে,
রাগ হলে বকাবকি করি তোমাকে,
কিন্তু তোমার বিরুদ্ধে কিছু লিখতে,
হাত আমার কাঁপছে 
তুমি যে আমারই ছায়া 
তোমার ভুল যা আছে,
তা অনেক অনেক ছোটো,
যা দিয়েছ আমাকে তার থেকে
আজ সংসার আছে দাঁড়িয়ে
তোমারই ত্যাগে
ছেলে মেয়ে থেকে আমাকে,
এমনকি আমার বাবা মাকে
তুমিই তো রেখেছ দেখে,
সাজিয়ে তুলেছ সুন্দর এই সংসারকে ,
নিজের ত্যাগের রাস্তা তে
ক্ষমা করো আমাকে,
পারবনা লিখতে একটাও শব্দ
তোমার বিরুদ্ধে
ডায়েরী পড়া শেষে,
স্ত্রী  কেঁদে ফেলে
স্বামীর বুকে মাথা রেখে

Like Reply


Messages In This Thread
RE: কিছু মনের সত্যি কথা - by ddey333 - 08-03-2022, 09:40 AM



Users browsing this thread: 16 Guest(s)