07-03-2022, 01:44 AM
আমি বোধহয় একটু বেশি জাজমেন্টাল হয়ে যাচ্ছি তারপরও না লিখে পারলাম না। ভুল হলে ক্ষমা করবেন।
আপনার গল্পের চারিত্রিক ইমেজ ক্ষনেক্ষনে চেঞ্জ হওয়ে যাচ্ছে। যেমন- শুরুর দিকে সুজাতা সতী ছিলো ঠকই কিন্তু তার মনেও নষ্টামির প্রবল ইচ্ছে ছিলো। আর লাস্ট আপডেট পড়ে মনে হচ্ছে যেন সব দোষ তার ছেলে সমুর। বরের ব্যাপারটা তো আগেই বলেছি। গল্পের মূল চরিত্রগুলোর এমন তরিৎ পরিবর্তন ব্যাপারটা কেমন জানি বেমানান ঠেকতেছে। কেমন জানি নিজে ভালো বাকি সবাই খারাপ একটা ব্যাপার চলে আসতেছে।
আপনার গল্পের চারিত্রিক ইমেজ ক্ষনেক্ষনে চেঞ্জ হওয়ে যাচ্ছে। যেমন- শুরুর দিকে সুজাতা সতী ছিলো ঠকই কিন্তু তার মনেও নষ্টামির প্রবল ইচ্ছে ছিলো। আর লাস্ট আপডেট পড়ে মনে হচ্ছে যেন সব দোষ তার ছেলে সমুর। বরের ব্যাপারটা তো আগেই বলেছি। গল্পের মূল চরিত্রগুলোর এমন তরিৎ পরিবর্তন ব্যাপারটা কেমন জানি বেমানান ঠেকতেছে। কেমন জানি নিজে ভালো বাকি সবাই খারাপ একটা ব্যাপার চলে আসতেছে।