06-03-2022, 11:53 AM
(This post was last modified: 07-03-2022, 04:00 PM by Anuradha Sinha Roy. Edited 2 times in total. Edited 2 times in total.)
এই উপন্যাসটি আমি একটি ইংরাজি ছোটগল্পের অবলম্বনে লিখেছি । ইংরাজি গল্পের নাম Out of Calcutta বাই লেখক কেপি kaypee | এই গল্পটা একটা ডাইস্টোপিয়ান থ্রিলার আর সেই কারণে এই গল্পটিতে এমন দৃশ্য থাকতে পারে যা সব পাঠকদের জন্য উপযুক্ত নাও হতে পারে।
গল্পের সামঞ্জস্য বজায় রাখার জন্য আর সব চরিত্রদের ভালভাবে ফুটিয়ে তোলবার জন্য আমায় এই গল্পতে অনেক চেঞ্জেস করতে হয়েছে | আশা করি এই গল্প পড়ে আপনাদের ভালো লাগবে |
Reader's Discretion is Advised
এই গল্পটা একটা অলীক বস্তু । অন্যথায় নির্দেশিত না হলে, এই গল্পের সমস্ত নাম, চরিত্র, ব্যবসা, স্থান এবং ঘটনা হয় লেখকের কল্পনার ফসল বা কল্পিতভাবে ব্যবহৃত। প্রকৃত ব্যক্তি, জীবিত বা মৃত, বা প্রকৃত ঘটনাগুলির সাথে কোন সাদৃশ্য থাকা সম্পূর্ণরূপে কাকতালীয়। এই গল্পটা প্রাপ্তবয়স্কদের জন্য।