05-03-2022, 04:07 PM
(05-03-2022, 03:41 PM)bourses Wrote: প্রতিটা লেখকের প্রতিটা আপডেটের পার্ফেক্ট ক্রিটিসিজিম তোমার থেকে পাওয়া যায়... এত সুন্দর করে সমস্ত আপডেটের বিশ্লেষণ তুমি দাও, তাতে গল্পটার যেন অন্য মাত্রা এনে দেয়... প্রতিটা লেখকের এই ক্রিটিসিজিমটা একান্ত কাম্য... এগুলো না হলে যেন নিজের লেখার চরিত্রগুলোর সঠিক মূল্যায়ন হয়ে ওঠে না... অসংখ্য ধন্যবাদ বাবান, এই ভাবে গল্পের আটডেটগুলোর ব্যবচ্ছেদ করে ভিতরের নির্যাসটুকু তুলে ধরার জন্য...
হ্যা, ঠিক বলেছ, আমার সামনে দেখা চন্দ্রকান্তা সততই নানান রঙে রাঙানো রামধনূর মতই... এতা বোধহয় শুধু মাত্র চন্দ্রকান্তাকে বললে ভূল বলা হয়... প্রকৃতিতো এমনই... সব ঋতুর সমাহার... আর নারীই তো প্রকৃতি... তাই তার মধ্যেও ঋতু বৈচিত্রের বিচ্ছুরণ থাকবে, সেটা আর অন্যায্য কি? চন্দ্রকান্তাও সেই একই রূপে রূপবতী... একাধারে যেমন রতিমূর্ত, তেমনই সংহারীণি আবার প্রয়োজনে মমতাময়ী... এইগুলোর সমষ্টিই তো একজন সম্পূর্ণা নারীর বৈশিষ্ট...
কবিতাটি অপূর্ব হয়েছে... তোমার চন্দ্ররও বেশ পছন্দ সেটা জানিয়েছে...
চন্দ্র সম্পর্কে তোমার বিবরণ মাধ্যমে যত জানছি ততই অবাক হচ্ছি..... তার কর্ম নিপুনতা, সব দৃষ্টিভঙ্গি, মমতাময়ী রূপ... আবার রতিমূর্তি..... সব মিলে তাকে সকলের থেকে পৃথক করে। যেমন শেষ পড়বে বর্ণিত তার অন্য এক রূপ... তেমনি তার ভেতরের শরীরের বীভৎস চাহিদা.... যেটা সে পেয়েছে তার মা, তার পিতা আর জমিদার রক্ত থেকে।
তাই আমার কাছে চন্দ্র নারী হয়েও এক পুরুষ যে অন্য নারীকে কামসুখ দিতে সক্ষম.. আবার এমন এক নারী যে ছেলেকে পুরুষে রূপান্তরিত করতে পারে। আর নায়িকা রূপ সম্পর্কে তো বলারই নেই কিছু।
বলেছিলাম চন্দ্র ম্যাডাম আর এই গল্পের জন্য আমার প্রিয় অঙ্কন গুলোর মধ্যে একটি অঙ্কন উপহার দেবো... সেটাই দিলাম -
গল্প - চন্দ্রকান্তা
লেখক- bourses
প্রচ্ছদ - বাবান