05-03-2022, 03:47 PM
(03-03-2022, 10:44 AM)Odrisho balok Wrote: আপনাকে থামাতে দিলে তো? এতো সহজে ছাড়ছিনা আপনাকে । আর ভবিষ্যতে গল্প লিখবেন না মানে? সুমিতার (কার কথা বলছি বুঝতে পারছেন নিশ্চই) বাকি কথা বলার আগে আপনাকে যেতে দিলে তো।আপনি বলেছিলেন সবাই যখন চাইছে, তখন নিশ্চই লিখবেন। আমি আজও অপেক্ষায় আছি ।
আর আপনার মতো গুতিকয়েক লেখক আছেন বলেই হয়তো এখনো কিছু পড়া হয়, নাহলে এখনকার বেশিরভাগ গল্পই তো ধর পেড়েক মার হাতুড়ি টাইপ
আমার উপরে তোমাদের এই জোরটাই বড় ভালো লাগে... না না... নিশ্চিন্তে থাকো, কথা যখন দিয়েছিলাম, তখন ভবিষ্যতে নিশ্চয় ওটার দ্বিতীয় অং শ নিয়ে আসার চেষ্টা করবো... তবে কবে, তা এখনই বলা সম্ভব নয়... এই গল্পটাই অনেক বড় হবে... এখনও অনেকটাই বাকি এটার...