03-03-2022, 01:55 PM
আমার নব্বই এর দশকে জন্ম এবং বড় হওয়া, তখনও ইন্টারনেট যুগ আসেনি, গল্প বিশেষ করে ভূতের গল্প পড়া এবং শোনা আমাদের বিনোদনের একটা অংশ ছিল, বড়রা যখনই আমাদের ছোটদের কোন ভূতের গল্প জমিয়ে বলতে বসত আমি খুব নিষ্পাপ মনেই তাদের একটা কথা জিজ্ঞাসা করতাম, ভূতেরা এত ছল করে কেন, এই জানলার পাশ থেকে সরে গেল, এই একটু হেঁসে দিয়ে চলে গেল পাশে এসে শুয়ে পড়লেই ইত্যাদি, এত মেহনত না করে যা বলার সরাসরি বলতে পারে, যারা এত কিছু করছে, তাদের এই বুদ্ধিটুকু নেই, মারতে হলে সরাসরি মার, কিছু বলতে হলে সরাসরি বল, লুকোচুরি খেলে লাভ কি, এই কথার জন্য আমি খুব অপ্রিয় ছিলাম, আত্মীয়দের বাড়িতে কোথাও ছোটদের কেউ গল্প সোনাতে বসলে, আমার ডাক পরত না,যারা গল্প বলত তাদেরই চোখের বিষ ছিলাম আমি ।