01-03-2022, 05:31 PM
(21-02-2022, 10:51 PM)জীবনের জলছবি Wrote: উফফ আপনি কি লিখছেন বলুন তো?
এ তো থ্রিলার এই পর্ব টা। আর চন্দ্রকান্তা কে তো মনে হচ্ছে আস্তে আস্তে মানবীয় সব কিছুর বাইরে যাবে। এক অঙ্গে এত রুপ ভাবা যায় না। আর শরীরে যে রাজরক্ত বইছে তার পূর্ণ প্রমান পাওয়া যাচ্ছে। আর কি অসাধারণ শারিরীক সক্ষমতা, সাথে ওই রকম লোহার মত মানসিক দৃঢ়তা। আমি ও নারী হয়ে প্রেমে পড়ে গেছি।
সেকি? কি এমন লিখে ফেললাম যে আপনি মেয়ে হয়েও চন্দ্রকান্তার প্রেমে পড়ে গেলেন? না না... এটা তো ভালো নয়!... অবস্য আমি এসব বলার কে? ওদিকে তো চন্দ্রকান্তা কাউকেই বাদ দেয় না... বা বলা ভালো সবেতেই ওর রুচি দেখেছি... তাতে মনে হয় আপনি প্রেমে পড়লে ও খুশিই হবে হয়তো... কে বলতে পারে? আমি না হয় নাটকের বিবেকের ভূমিকা নিয়ে সে সব দেখে অন্যদের কাছে বিস্তারিত ভাবে বর্ণনা দিয়ে যাব'খন...