01-03-2022, 05:30 PM
(21-02-2022, 07:23 PM)Baban Wrote: চন্দ্র ম্যাডাম আমার চোখে সেই নারী যাকে শারীরিক ভাবে পাবার জন্য একটা বিশেষ অঙ্গ পাগলামি করতে পারে.... আবার ভালোবেসে জড়িয়ে ধরার জন্যেও বিশেষ অঙ্গ ধুকুপুকু করতে পারে। দুটো গুনই বর্তমান ওর মধ্যে। ❤
ধন্যবাদ আমার ওই থ্রেডের গপ্পো গুলো পড়ার জন্য... সবকটা পড়ে মতামত জানিও পারলে.... জানিনা বাবা... সবার মুক্তি টা এতো পছন্দ হচ্ছে কেন.... কি লিখে ফেললাম রে ভাই.. নিজেই বুঝতে পারছিনা।
যাইহোক আজকের পর্বের মতামত দি - ওরে বাপরে বাপ... কি বিচ্ছু কি বিচ্ছু এই মাইয়াটা! ইচ্ছে করছে ফুলকো গাল দুটো জোরে টিপে দি একেবারে বিচ্ছুটার..... চন্দ্র এমনই এক মেয়ে যাকে শারীরিক ভাবে কাছে পাবার কল্পনাও করা যায় আবার এইভাবে গাল দুটো টিপে আদর করতেও ইচ্ছে করে। আজকের পর্বে উত্তেজনা এল ওই ঘরের দুই মেয়ে মানুষের কীর্তিকলাপ পড়ে..... ভাবতাসিলাম কাশ..... কাশ উধার হাম হোতা.. তো ক্যা ক্যা হোতা...... আমি ওদের খাইতাম.. না ওরাই আমারে খাইয়া হজম করে ফেলতো যে জানে! মেয়েরা বাবা চরম মুহূর্তে ভয়ানক হয়ে ওঠে... নিজেরাও আটকাতে পারেনা নিজেকে।
তবে শেষে একটা কথা মাথায় এলো আমার ... ভাবো একটা ভিন্ন সিন্..... রেকর্ড করা বক্তব্য চালানোর বোতাম টিপতেও কিছুতেই চালু হচ্ছেনা.... কি হলো রে বাবা... চালু হয়না কেন? বার বার টিপেও অসফল... কিন্তু তখনই ওপর থেকে চন্দ্র ম্যাডাম শুনছে ওই ঝুলন্ত কঙ্কাল থেকে আওয়াজ আসছে - আয় আয় নিরা.. আমার কাছে আয়....
চন্দ্র ম্যাডাম কি করতেন তখন?
একদম সঠিক বিশ্লেষন করেছ বাবান তোমার চন্দ্রকে... হ্যা... ওই রকম একটা মানুষের মধ্যেটা একাধারে যেমন রতিকুশলতায় ভরা, তেমনই সেই সঙ্গে মানবিকতা আর সহমর্মিতার এক অদ্ভুত সহবস্থান... আর তাই মাঝে মাঝেই শরীরের বিভিন্ন অঙ্গ এক একভাবে স্পন্দনিত হয়ে ওঠে বৈকি...
আর বিচ্ছু? সে আর বলতে? এত বড় একজন ডাক্তার সে, কিন্তু এখনও মাঝে মধ্যেই তার মধ্যের ছেলেমানুষির পোকাগুলো কিলবিল করে ওঠে... আর যখন করে, তখন সত্যি সত্যিই তাকে সামলানো দায় হয়ে দাঁড়ার উপস্থিত সকলের... সে সব পরে বলবো আরো...