01-03-2022, 05:30 PM
(21-02-2022, 06:09 PM)Bichitro Wrote: যুদ্ধ করার ইচ্ছা কিংবা উদ্দেশ্য কোনটাই ছিল না । কিন্তু যুদ্ধ হয়েছে । পরাজিত দল আমরা । সে তাতে কোন যায় আসে না । কিন্তু প্রত্যেক যুদ্ধের পর একটা ক্ষতি হয় , এখানেও হয়েছে । কয়েকটা সম্পর্ক ভাঙে তো কয়েকটা তৈরি হয় । এখানেও কয়েকটা সম্পর্ক ভেঙেছে , সেই ভাঙা সম্পর্কের লিস্ট না দেওয়াই ভালো । আর এটা হলো সেই ক্ষতির লিস্ট
সঞ্জয় দা অপমানিত হয়ে ফোরাম ছেড়েছেন।
বুম্বাদা অসুস্থ হলেও অসুস্থতার নাম করে ফোরাম ছেড়েছেন
দাদা এবং দেবু দা কে ban করা হয়েছে
আমি লেখার ইচ্ছা হারিয়েছি
বাবান দা আমার উপর রাগ কিংবা অভিমান করে গাল ফুলিয়ে বসে আছেন ।
❤️❤️❤️
এই যুদ্ধ ব্যাপারটা খুবই বাজে... আমার ভিষনই অপছেন্দের জিনিস... তাই যতটা সম্ভব সেটা এড়িয়ে থাকার চেষ্টা করি... হয়তো সব সময় সম্ভব হয় না, কিন্তু যতক্ষন পারি, এই সব যুদ্ধ টুদ্ধ থেকে শত যোজন দূরে থাকার চেষ্টা করি, তাতে না থাকে বিজয়, না থাকে কোন পরাজয়... তাই না দিই কোন ঘাত না পাই কোন আঘাত... এই আছি বেশ... আর সেটাই আমার নিকট বন্ধুদের বলি করতে... ক্ষনিকের উত্তেজনায় আমরা চেষ্টা করি বটে যুদ্ধে যুযুধানরত থেকে অপরকে পরাস্ত করার, কিন্তু আদবে কি সত্যিই অপরকে পরাস্ত করা সম্ভব হয়? বরং আমরা সেই যুযুধানে কি নিকট কোন বন্ধবর্গীয়কে হারিয়ে ফেলি না? কখনও চিরতরে কখনও বা হৃদ্যতাপূর্ণ বন্ধুত্ব থেকে...
তাই বলি কি বন্ধু, তিষ্ঠ... ভাবো... মনকে শান্ত করো... বিরত থাকো এ হেন যুদ্ধ থেকে আগামী দিনগুলোতে... তাতে তুমিও শান্তিতে থাকবে, আর জয় পরাজয়ের চিন্তাও আর থাকবে না মনের মধ্যে...
'একটু বেশিই জ্ঞান দিয়ে ফেললাম?'