25-02-2022, 02:42 PM
(This post was last modified: 25-02-2022, 02:42 PM by Ah007. Edited 1 time in total. Edited 1 time in total.)
(25-02-2022, 01:36 PM)nandanadasnandana Wrote: গল্প টির আজকেই শেষ পর্ব। মানে প্রথম পার্টের শেষ পর্ব। এর পরে সবাই চাইলে গল্প টি আরো এগোবে। পার্ট ২ হিসাবে। বলেছিলাম ২৫ টি পর্বে গল্প টি শেষ করব। একটা দুটো পর্ব বেশী লেগে গেল। বলতে গেলে একটি উপন্যাস এটি একটি। প্রায় পঁচিশ লক্ষ শব্দের আশে পাশে এর বিন্যাস। আসলে উপন্যাস বলে গতি সব জায়গায় সমান রাখা যায় নি। মাঝে মাঝে গতি কমেছে। আবার ঘটনার বহুব্রীহি তে গতি বেড়েছে। অনেক টা ডকুমেন্ট্রি মতন প্রচেষ্টা তে ছিলাম। ইনফর্মেশন এর সাথে ঘটনার মিশেল। জানিনা সফল কিনা। তবে আপনাদের কাছে ১০ পার্সেন্ট সফল হলেও কৃতার্থ হব আমি।
কথা দিয়েছিলাম এই গল্প তে কেউ কষ্ট পাবে না। কিন্তু আসলে আমি দেখেছি যে কোন বাস্তব কাহিনী বা গল্পের কাহিনী তে, এক টানা সুখ দুঃখ থাকে না। আগে সুখ থাকলে পরে দুঃখ, কিম্বা উল্টো টা। মন ১ বা ২ এ এইটাই বেশি করে দেখলাম আমি। আসলে দুঃখ না থাকলে সুখের খোঁজ তো আমরা পাই না। আবার বলতে গেলে উল্টো টাও সত্যি। সুখী মানুষ ই দুঃখ চিনতে পারে। সাথে আমাদের ও অনেক চাওয়া থাকে, যা না পাবার বেদনা আমাদের কে একেবারে ভেঙ্গে দেয়। আমরা পাঠক রা হাসি কাঁদি সেই হিসাবে।
এই থ্রেড টা খোলা তো থাকবেই। মতামত পেলে এর পরের পার্ট শুরু করব, সেটাও ওই ১৫ পর্বে শেষ করব আমি। কিন্তু তার আগে মতামত দরকার।আমি গল্পে সেক্স রাখতে পারিনি। কারন যাদের মধ্যে সেক্স হবে তাদের কাছা কাছি আনতেই অনেক টা সময় গেল।
আজকে কারোর কমেন্টের উত্তর দিতে পারলাম না। রাতে দেব , আপডেট দেবার পরে।
দিদি অব্যশই দ্বিতীয় অংশ চাই... ওই ভ্যাবলার কাছে আমাদের শিবানী কেমন থাকে সেটা আমাদের মেয়েপক্ষ হিসেবে জানতে হবেনা... প্রথম পার্ট অসাধারণ একটা জার্নি....দ্বিতীয় পার্টটাও অসাধারণ হবে...
শুভকামনা.... নিরন্তর দিদি❤️❤️❤️❤️
রোমাঞ্চের সন্ধানে রোমাঞ্চ প্রিয় আমি ??