24-02-2022, 07:01 PM
(This post was last modified: 24-02-2022, 07:02 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
যদিও সেদিনের সেই পুরুষকে আমি একজন পাঠক হিসেবে নানা মধুর ভাষণ শুনিয়েছিলাম, কিন্তু আজকের এই সেই পুরুষটার পক্ষে আমি। যদিও সে যা করেছে.. যে ভাবে নিজের হাতে সবচেয়ে কাছের মানুষটাকে প্রায় হত্যাই করেছে একভাবে... আজ নিজেই নিঃস্ব হয়ে সে ভালোবাসার কাঙাল হয়ে সুযোগ খুঁজছে আবার অতীতের সেই বন্ধু আর প্রেমিকার কাছে ফিরে যেতে....
সেদিনের সেই রাকাকে আজকে পেলে হয়তো শিভের বাবা ভয়ানক শাস্তি দিতো..... কিন্তু সেই রাকা পালিয়েছে... ফিরবেনা আর... কিন্তু এই শিভের বাবা চায় ছোট্টবেলার বন্ধুটাকে... ভালোবাসার মানুষটাকে......... ছেলের মাকে। ♥️♥️
কয়েকটা লাইন আজকের পর্বের জন্য -
সেদিনের সেই রাকাকে আজকে পেলে হয়তো শিভের বাবা ভয়ানক শাস্তি দিতো..... কিন্তু সেই রাকা পালিয়েছে... ফিরবেনা আর... কিন্তু এই শিভের বাবা চায় ছোট্টবেলার বন্ধুটাকে... ভালোবাসার মানুষটাকে......... ছেলের মাকে। ♥️♥️
কয়েকটা লাইন আজকের পর্বের জন্য -
কাটিয়েছি দিনগুলি
শুধু ভেবে তোকেই
বেঁচে ছিলাম শরীরে শুধুই
ভেতরে ছিলুম মরেই
হটাৎ দেখা একটা আলো
আশা হয়তো সেই
সেই আশার হাতটি ধরে
এলাম সেই তোর কাছেই
যতই আজ রাগ করি
করি শুধুই অপমান
আমি জানি আমার চোখে
তুই আজও আমার জান
#বাবান