Thread Rating:
  • 89 Vote(s) - 3.45 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance মন ২ - কাহিনীর নাম- শিবের শিব প্রাপ্তি- সমাপ্ত
(22-02-2022, 08:04 PM)Baban Wrote: আজকের পর্ব পড়ে কিছু মধুর মধুর বাণী আসছে আমার রাখার প্রতি। আজকের রাকা বা শিভের বাবার জন্য নয়.... সেই পুরোনো রাকার জন্য। তাহলে বলেই ফেলি -

এই যে মহান খেলোয়াড় বোকা*&# রাকাবাবু...... তোমার কি মেন্টালি কোনো প্রব্লেম আছে? নাকি নিজেকে মহান পুরুষ ভেবে বসে আছে যে যা ইচ্ছে করবো... মরদ তাই করে এমন কিছু ভাবেন .... শুনে রাখুন উদগাণ্ডু স্যার..... ওই হিজড়ে যাকে বলছেন সে না থাকলে তো ফেলু মস্তান ছাড়া কিছুই হতেন না.... আপনার কাছে তো পুরুষত্ব মানে মারপিট আর নারী শরীর... একটা না হোক আরেকটা...... কিন্তু ওই মেয়েটার কাছে আপনি যে কি সেটা আপনি জেনেও ভুলে গেছেন। যে এতো কিছু করলো তার সাথে খারাপ ব্যবহার তাও মানা যায় কিন্তু এইভাবে অপমান!!

আর রনির মানসিক জোর সাংঘাতিক মানতেই হবে... নইলে ওতো কিছু শোনার পড়েও হাসছিলো সে.... শালা দম আছে মালটার ভাই.... স্যালুট..... চাইলেই শিক্ষা দিতে পারতো কিন্তু রাকার বাড়ি ও তার মায়ের মান সে রেখেছে..... আর বদলে পেলো উপহার - সন অফ আ *#*# তাও

এর থেকে তো ভাল হতো রনির মতো মানুষকে নিজের করে নিতো শিবানী... হ্যা ami জানি আমি ভুল বলছি..... কিন্তু তাও বলছি..... অমন নামরদের কথা ভুলে সত্যিকারের বন্ধুর পাশে চিরকালের মতো চলে যাওয়া.... যদিও জানি সেটা মানায়না.... এতো বড়ো ধাক্কা সব ভেঙে চুরমার করে দিয়েছে একজনকে। নিজের নারীত্ব কে সে নিজেই আগলে রাখবে আজ সেটাই তার কাছে পরীক্ষা.... মেয়েটার আয়নার সামনে দাঁড়ানোর যোগ্যতা আর ইচ্ছা টুকু কেড়ে নিয়েছিল ওই মহান বোকা*#*#

যাইহোক.... মাথা গরম হয়ে গেছিলো তাই অনেক কিছু বলে ফেললাম..... কিন্তু শিবানী যা করেছে... ঠিকই করেছে হয়তো... ওর ভেতরের প্রেমিকা তো সেদিন খুন হয়েছিল... বেঁচেছিলো মমতাময়ী মা সত্তাটা....... সে আজও আছে.. চিরকাল থাকবে।

সাংঘাতিক পর্ব ছিল!!

সত্যি বলতে, গল্প লেখার সময়ে লেখক কে বায়াসড হলে চলে না। যদিও আমরা গল্প লেখা বা পড়ার সময়ে নায়ক নায়িকাদের স্থানে নিজেদের বসিয়ে নি। ওদের দুঃখে দুঃখী হই, বা মিলনের আনন্দে চোখে জল আসে আমাদের। বায়াসড অবস্থায় অবশ্যই আমি শিবের ভূমিকা পালন করতে চাই। সেখানে নিজেকে বসিয়ে রাখলে রাকার উপরে শিবের ভালবাসা টা একটা অন্য পর্যায়ের মনে হয়। হয়ত রাকার জায়গায় এই কাজ অন্য কেউ করলে আমাদের গায়ে লাগত না, কিন্তু শিবের উপরে রাকার এই ব্যবহার সবার গায়ে লাগার ই কথা। তাই তো রাকার মা ও রাকা কে ছেড়ে কথা বলে নি। আমি শিব হলে রনির মতন ছেলের প্রেমে পড়াও আশ্চর্য্য ছিল না। কিন্তু না আমি শিব, আর না শিব , রাকা ছাড়া কাউকে ভালোবেসেছে। 
হ্যাঁ সেটাই ভাবি, অনেকেই ইম্প্রেস হয়ত আমাকেও করেছে, কিন্তু ঘর বাঁধার সাধ একজনের সাথেই হয় মেয়েদের। সেখানে ভালোলাগা ভালোবাসা সব রকম উপাদান থাকতে হয়। শিবের ও কম সমস্যা হচ্ছে না রাকার সাথে মানিয়ে নিতে। কিন্তু ওই ঘর বাঁধার সাধ টাই সব সমস্যা থেকে বের করে আনে। যে যেটা নয় তাকেও উপরওয়ালা সেটা বানিয়ে দেন। তাই চিরকাল স্বাধীন শিব , রাকার কাছে রাকার স্ত্রীর জীবন বেঁচে নিতে পিছুপা হবে না আশা করি। অনেক ফ্যাক্টর কাজ করছে এখানে। একজন কে ভালোবাসা আর তাকে নিয়ে সংসার করার মধ্যে অনেক অনেক ফারাক। আর আমার মনে হয়েছে রাকা মানুষ টা মারাত্মক ফ্রিকল। যে ওকে ভালোবাসবে , তার কপালে অশেষ দুর্ভোগ আছে।
[+] 5 users Like nandanadasnandana's post
Like Reply


Messages In This Thread
RE: মন ২ - শিবের শিব প্রাপ্তি- অধ্যায় চার- নতুন পর্ব ২৪ - by nandanadasnandana - 23-02-2022, 12:24 PM



Users browsing this thread: 4 Guest(s)